শেয়ার করুন বন্ধুর সাথে

অনেকেরই মধ্যেই এই সমস্যাটা দেখা যায় যে ইংরেজিতে আমি ভালো পারি-না আমি কখনো ইংরেজি পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবোনা । এই সমস্যাটির প্রতিকার খুবই সহজ! ভালোভাবে ইংরেজি পড়াশোনা করতে হবে -তাহলে ভালো ফালাফল অর্জন করা যাবে । নিয়মিত স্কুল/কলেজে যেতে হবে । ইংরেজি সাজেশন ক্রয় করে নিতে পারেন এটা আপনাকে ইংরেজি প্রাকটিসের ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য অত্যন্ত সহায়ক ভুমিকা রাখবে । নিয়মিত কোচিং করতে পারেন ইংরেজিতে যে বিষয়-গুলো । আপনার কাছে কঠিন লাগে বা বুঝেন সেগুলো শিক্ষের কাছ থেকে বুঝেনিন ভালো করে । প্রয়োজনে ভালো কোন ইংরেজি শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ