আপনি যেই লেখা পেষ্ট করতে চান যেই লেখার ওপর চেপে ধরুন ৷ তারপর দেখদেন নীল রং এর হালকা স্বচ্ছ দাগ হয়েছে , এই আবরন আপনি বাঁড়াতেও পারেন আবার কমাতেও পারেন ৷ যে পরিমাণ আপনি কপি করতে চান, সে পরিমাণ সিলেক্ট করুন ৷ তারপর স্ক্রিন এর ওপরে বা নিচে দেখবেন শেয়ার চিন্হটি আছে ৷ সেখানে ক্লিক করুন ৷ এবার আপনি যেখানে এই লেখা বা চিত্রটি পেষ্ট করতে চান সেখানে গিয়ে স্ক্রিচটা চেপে ধরুন , দেখবেন পেষ্ট লেখাটি দেখাচ্ছে , সেই পেষ্ট লেখার ওপর ক্লিক করলেই কপি পেষ্ট করতে হবে ৷ সেভ কিন্তু অবশ্যই করতে হবে ৷

Talk Doctor Online in Bissoy App