শেয়ার করুন বন্ধুর সাথে

যদি আপনি ফিতাকৃমির সংক্রমণের উপসর্গগুলির সাথে জড়িত হন, সেক্ষত্রে কৃমি ও তার ডিম খুঁজে পাওয়ার জন্য মলের নমুনা পরীক্ষা করা হয়। কিছু ক্ষেত্রে ক্রিমিগুলির নমুনায় অনুপস্থিত থাকলেও, সংক্রমণটি বর্তমান হতে পারে, সেই জন্য অনেকগুলি মলের নমুনা সংগ্রহ করা হয়। তলপেটে ফোলা বা সিস্টের সম্ভাবনা থাকলে তা নির্ণয়ের জন্য বিশেষত সিটি স্ক্যান, এমআরআই বা অ্যালট্রাসাউনডের ব্যবহার করা হয়। শরীরে সংক্রমণ ও ফিতাকৃমির বিরোধী কোন অ্যান্টিবডি আছে কিনা নিশ্চিত করার জন্য রক্ত পরীক্ষা করা হয়। কিছুক্ষেত্রে, শরীরে ফিতাকৃমি থাকা স্বত্বেও ব্যক্তির ক্ষেত্রে উপসর্গগুলি নাও দেখা দিতে পারে। সংক্রমণের জন্য যথাযথ ওষুধ প্রয়োগ করা হয়। ওষুধের কোর্সটি সম্পূর্ণ করা অত্যন্ত জরুরী। এক্ষত্রে যদি ব্যথা বা ফোলাভাব থাকে তাহলে প্রদাহ-নাশক ওষুধগুলির সাথে, কৃমি ও তার ডিমগুলি নষ্ট করতে হেল্মিন্থিক নাশক অ্যাল্বেনডাজোলের মত ওষুধগুলি দেওয়া হয়। গুরুতর ক্ষেত্রে, লিভার ও ফুসফুসে গুরুতর সংক্রমণের জন্য, এগুলি বাদ দিতে অস্ত্রপচারের প্রয়োজন হতে পারে। প্রত্যেক রোগীর নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যত্নবান হওয়া উচিত এবং পুনরায় সংক্রমণ এড়াতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ