যা যা লাগবে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু, বেকিং সোডা, কন্ডিশনার, একটি পাত্র ও একটি চামচ। যেভাবে ব্যবহার করবেন এ ক্ষেত্রে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে : ধাপ-১ প্রথমে আপনি অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এমন শ্যাম্পু বাছাই করবেন, যাতে উচ্চমানের পিএইচ আছে, কারণ এটি আপনার চুলের রং দূর করতে সাহায্য করবে। ধাপ-২ একটি পাত্রে সমপরিমাণ বেকিং সোডা ও শ্যাম্পু নিন। চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। ধাপ-৩ চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগান। খেয়াল রাখবেন, চুলের প্রতিটি অংশ যেন এই মিশ্রণ দিয়ে ঢাকা থাকে। ধাপ-৪ মিশ্রণটি চুলে ৫ থেকে ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। ধাপ-৫ আবার অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু চুলে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। ধাপ-৬ এবার চুলে বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। এভাবে সহজেই আপনি চুলের রং তুলতে পারেন। দামি হেয়ার কালার রিমুভার ব্যবহার করার চেয়ে বেকিং সোডা ব্যবহার অনেক সহজ এবং সাশ্রয়ী। এ ছাড়া রাসায়নিক প্রসাধনী ব্যবহারে চুলের অন্যান্য ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ