আপনাদের [ মোবাইলে চার্য ] থাকেনা এ রকম একটি পুরাতন ব্যাটারী, সাদা কালার LED বাল্ব একটি, আথবা দুই বা তিনটি, 10 ওহুমস এক ওয়াট রেজিষ্টর একটি, যে কোন সুইচ একটি।এবার আসুন দেখি কি ভাবে কাজটি করব এবং পার্স গুলির দেখে নেই:: এটি হল একটি LED বাতী বাজারে কিনতে পাওয়া যায় দুই থেকে তিন টাকা দাম মাত্র, বাতিটি সাদা কালার কিনলেই ভাল হয়। যেহেতু আমরা লেম্প হিসেবে ব্যবহার করব, এটি একটি 10 ওহুমস রেজিষ্টর কালার কোড বাদামি কাল কাল, এক ওয়াট লাগালেই ভাল হয়। ভাল করে লক্ষ করুন LED বাতিটি জ্বালাতে হলে শুদু একটি ব্যাটারী একটি রেজিষ্ট আর একি বাতী হলেই চলে কিন্তু বাতীটি অফ করার জন্য একটি সুইচ লাগিয়ে নিলে ভাল হয়। এবার আসুন দেখি সুইচটি কোথায় লাগাব: সুইচ লাগানোর পর এবার আসুন ব্যাটারিটি চার্য শেষ হলে চার্য কি ভাবে করব ? মোবাইলের চার্যার দিয়ে কি ভাবে ব্যাটারীটি চার্য করবেন, এখানে অতিরিক্ত কয়েকটি পার্স ব্যবহার করা হয়েছে,1K রেজিষ্টর, একটি D1নরমাল রেক্টিফায়ার ডায়ড 4007 অথবা যে কয়েকটি পার্স লাগানো হয়েছে শুদু ব্যাটারিটি চার্য দেয়ার সময় বাতীটি জ্বলে থাকলেই বোঝা যাবে ব্যাটারীটি চার্য হচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লবন সেতু দিয়ে বাল্প জ্বালাতে পারবেন।এজন্য জিংক ও কপার দণ্ডের প্রয়োজন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ