গনিতের দুর্বলতা কিভাবে কাটানো যায় চাকরির পরিক্ষার জন্য?


শেয়ার করুন বন্ধুর সাথে
talukdernbt

Call

চাকরির পরীক্ষার জন্য গণিতের দুর্বলতা কাটানোর প্রথম উপায় হলো এই প্রত্যয়ে প্রত্যয়ী হওয়া, যে আমি গণিতকে ভয় পাব না। শুরুতেই সহজ অংকগুলো করতে হবে। পাটিগণিত ঐকিক নিয়ম, স্রোত-নৌকার বেগ, অনুপাত-সমানুপাত এগুলো বারবার চর্চা করতে হবে। বীজগণিতে  সরল সমীকরণ দিয়ে শুরু করুন, তারপর সরল সহসমীকরণ, দ্বিঘাত সমীকরণ এগুলো রপ্ত করুন। জ্যামিতি প্রমাণ গুলো বুঝে বুঝে চিত্র এঁকে শিখতে হবে। মোট কথা চর্চাই বড় কথা। তাহলে গণিতে পূর্ণ নম্বর পাওয়া যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ