Sodium + magnesium মিশ্রনে

পানি দিলে সোডিয়াম সাথে সাথে পানির সাথে বিক্রিয়া করে NaOH উৎপন্ন করে দ্রবীভূত হয়ে যাবে। 


কিন্তু ম্যাগনেশিয়াম সোডিয়ামের ন্যায় তীব্র সক্রিয় নয় এবং পানির সাথে সাধারন অবস্থায় বিক্রিয়া করেনা। 

তাই ম্যাগনেসিয়াম আলাদা অবিক্রিত রয়ে যাবে। এখান থেকে আমরা পরিস্রূত করে ম্যাগনেসিয়াম পেতে পারি।



অপরদিকে সোডিয়াম ফিরে পেতে হলে, 

পরিস্রূত দ্রবনে হাইড্রোক্লোরিক এসিড (HCl) দিলে তা বিক্রিয়া করে NaCl উৎপন্ন করে। 



অথবা , HF বা HBr, অন্যান্য হ্যালোজেন যুক্ত যোগ ব্যাবহার করতে হবে যেগুলার সাথে Na বিক্রিয়া করবে ।


এরপর এতে তাপ দিয়ে গাঢ় (conc) করে এরপর এতে তড়িৎ বিশ্লেষণ করলে এনোডে মুক্ত সোডিয়াম পাওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ