আমি কিন্তু ঐ গ্রুপের এডমিন মোডেরেটর কিছুই নয়  


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ফেসবুক পেইজ দিয়ে কোন গ্রুপে পোস্ট করতে হলে আগে পেইজ দিয়েই উক্ত গ্রুপে জইন করতে হবে।কিন্তু এতে আপনাকে ফেসবুক এপ্স ব্যবহার করতে হবে। আর যখন যেকোন গ্রুপে জইন করতে যাবেন তখন আপনার পেইজ এর নাম ও ফেসবুক আইডির নাম আসবে যদি পেইজ দিয়ে জইন করতে চান তাহলে পেইজের নামে সিলেক্ট করে জইন করুন ব্যস জইন একচেপ্ট হলেই আপনি উক্ত গ্রুপে পেইজ দিয়ে পোস্ট,লাইক, কমেন্ট করতে পারবেন।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
পেজের সাথে গ্রুপ লিঙ্ক করানো, চমৎকার একটা ফিচার ফেসবুক এর। আমি যখন একটা গ্রুপ চালাতাম তখন গ্রুপে পারসনাল একাউন্ট থেকে পোস্ট দিতে হতো, এডমিন পোস্ট বুঝাতে হলে “লিখে দিতে হতো “এডমিন পোস্ট” এটা শুধু আমি না যারা গ্রুপে কাজ করেন তারা কম বেশি কাজটা করেন। তারপর এমন যদি হয় আপনার একটা একাউন্ট গ্রুপে বেশ জনপ্রিয়তা পেলো এরপর কোন কারনে আপনার একাউন্ট ফেসবুক ব্যান করে দিলো, তাহলে? আবার আপনাকে অন্য কন একাউন্ট থেকে কাজ করতে হবে আবার জনপ্রিয়তা পাবার জন্য নতুন করে কাজ করতে হবে। যদি পেজের সাথে গ্রুপের লিঙ্ক করেন তাহলে পেজের নামে যাবে আপনার পোস্ট, পেজের যে কোন এডমিন অথবা এডিটর গ্রুপে পোস্ট করতে পারবে এবং পেজের নামে সেটা পোস্ট হবে। আমার কাছে মনে হয় এটা উপকারি একটা ফিচার। কিভাবে করবেন দেখে নেন:- ১. যে লিঙ্ক এর কাজটা করবেন তাকে গ্রুপের এডমিন এবং পেজের এডমিন অথবা এডিটর হতে হবে। ২. যে পেজ গ্রুপ এ লিঙ্ক করাবেন সেই পেজের সেটিংস এ যাবেন। ৪. সেখানে দেখবেন অনেকগুলা ট্যাব আছে সেখানে “Add Tabs” এ ক্লিক করবেন ৫. ট্যাব এর বক্স থেকে “group” নির্বাচন করবেন, নিচের ছবিতে গ্রুপ নেই কারন আমি ইতিমধ্যে গ্রুপ নির্বাচন করেছি। ৬. এরপর “Link your group” এ ক্লিক করবেন ৭. আপনি যে গ্রুপ পেজের সাথে অ্যাড করতে চান তার পাশের “link” বাটনে ক্লিক করবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ