Waruf

Call

যাহা কিছু বস্তু তাহার ভেতর অবশ্যই ইলেক্ট্রন প্রোটন থাকে। কাঠ, প্লাস্টিক, ময়লা, এমনকি আমাদের দেহেও আছে। বিভিন্ন পরমাণু মডেল অনুসারে ধাতব বা আদর্শ বস্তুতে যেভাবে ইলেক্ট্রন ঘোরে, কাঠ প্লাস্টিকেও একই ভাবে ঘোরে। শুধুমাত্র পার্থক্য থাকে সর্বশেষ কক্ষপথের বা বন্ধন গঠনে অংশগ্রহনকারী ইলেক্ট্রনটির। ধাতব খন্ডে এই সর্বশেষ বাইরের ইলেক্ট্রনটি ধাতব বন্ধনের মাধ্যমে মুক্ত হয়ে সমগ্রহ খন্ডের উপর বিচরন করে। কাঠ, প্লাস্টিকের ক্ষেত্রে সেলুলোজ বা গাঠনিক উপাদান গুলোর যৌগে হাইড্রোজেন কার্বন বন্ধনের মধ্যে সন্নিবেশিত থাকে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ