ধাপ -১:প্রথমে আপনার ফেসবুকএকাউন্টে লগইন করুন।

ADs by Techtunes ADs

ধাপ -২:যে Group এ add করতে চান সেই Group টিতে যান (আমি আমার Group *সাধারন জ্ঞান চর্চার আসর* এ গেলাম)।

ধাপ -৩:এবার কিবোর্ড এর (CTRL+SHIFT+K) চাপুন অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে "Inspect Element" এ ক্লিক করুন তারপর  "Console" ক্লিক করবেন, সবার নিচে নিচের কোডগুলি পেস্ট করুন। যদি পেস্ট না হয় তাহলে "allow pasting" লিখবেন। তাহলেই কাজ হবে। একটা উইনডো আসবে,  নিচের কোডগুলো পেস্ট (CTRL+V) করে Enter চাপুন।

Download code from here

এখন দেখবেন নিছের মত একটা উইনডো এসেছে, কতজন Friend add হচ্ছে তা সেখানে দেখাবে।
সাবধান, এই কাজটি বেশি করবেন না। কারন ফেসবুক আপনাকে ব্লক করতে পারে। ব্লক হলে এই স্ক্রিপ্ট আর কাজ করবেনা। তাই ব্লক সিগনাল দিলে স্টপ করে দিন।

ফ্রেন্ড এড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।

ভাল লাগলে বলবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ