আমার windows mobile এ কোন অ্যাপ ইন্সটল হয় না & অনেক ভিন্ন একটি মোবাইল এটি Android এর চেয়ে আমি এর কিছুই বুঝতেছি না আমি কিভাবে কি করব??? অ্যাপ ইন্সটল হয় না কিভাবে ইন্সটল করব?? এই মোবাইল গুলো কি রুট করা যায় ? কিভাবে?
Share with your friends
Call

আপনি আপনার মোবাইলে দেখুন আগে...ইমেইল ঠিক ভাবে সেট করছেন কি না... তারপর দেখুন মেমোরি ঠিক কতটুকু খালি রয়েছে.. কারন ফোন মেমোরিতে জায়গা না থাকলে কোন এপলিকেশন ইনস্টল হবে না....

Talk Doctor Online in Bissoy App

উইনডোজ মোবাইলে অবশ্যই এপ স্টোর আছে কিন্তু আপনার এপ স্টোর থেকে এপ ডাউনলোড করতে মাইক্রোসফটের একটি আইডি লাগবে যা আপনি ফ্রিতে তৈরী করে নিতে পারবেন। আর উইনডোজ মোবাইল রুট করা যায় না।

Talk Doctor Online in Bissoy App

কোনো Error Code  দেখাচ্ছে?!

Talk Doctor Online in Bissoy App
উইন্ডোজ স্টোরে গিয়ে আউটলুক/ হটমেইল একাউন্ট দিয়ে লগিন করুন ।
তারপর চেষ্টা করুন ।( অবশ্যই ওয়াইফাই অথবা ডাটা কানেকশন আবশ্যক ) ।
আশা করি হয়ে যাবে । যদি না পারেন তবে যে উইন্ডোজ মোবাইল সম্পর্কে ভালো বোঝে তার সাথে যোগাযোগ করুন ।
আর উইন্ডোজ ফোন রুট করা যায় কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় । রুট করতে পিসি লাগে । রুট করেও লাভ নেই । উইন্ডোজ ফোনে এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম রান করবে না ।
Talk Doctor Online in Bissoy App

উইন্ডোজ স্টোরে গিয়ে আউটলুক/ হটমেইল একাউন্ট দিয়ে লগিন করুন ।

তারপর চেষ্টা করুন ।( অবশ্যই ওয়াইফাই অথবা ডাটা কানেকশন আবশ্যক ) ।
আশা করি হয়ে যাবে । যদি না পারেন তবে যে উইন্ডোজ মোবাইল সম্পর্কে ভালো বোঝে তার সাথে যোগাযোগ করুন ।
আর উইন্ডোজ ফোন রুট করা যায় কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় । রুট করতে পিসি লাগে । রুট করেও লাভ নেই । উইন্ডোজ ফোনে এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম রান করবে না ।
Talk Doctor Online in Bissoy App