Unknown

Call

সেফ মোড হলো অ্যান্ড্রয়েডের এমন এক অবস্থা যেটা চালু থাকাকালীন মোবাইলের সব থার্ড পার্টি অ্যাপ (আপনার ইন্সটল করা) ডিজেবল থাকবে। পাওয়ার বাটন চেপে ধরার পর যে পপ আপ আসে সেখান থেকে Power off অপশনে টাচ করে ধরে রাখুন (touch & hold), দেখবেন আরেকটা পপ আসবে, সেখানে Ok ক্লিক করুন। এবার মোবাইল সেফ মোডে রিস্টার্ট নিবে, সেফ মোড লেখাটা এসময় স্ক্রিণের নিচ বাঁ দিকে দেখা যাবে। এটি দূর করতে স্বাভাবিক নিয়মে Reboot/Restart করুন, তাহলেই সেফ মোড চলে যাবে।

Talk Doctor Online in Bissoy App