Call

কিভাবে দোয়া করবেন সেটা আপনার ব্যাপার।অন্য সময় যেভাবে দোয়া করেন সেভাবেই করবেন।তাহাজ্জুদের নামাযের সময় দোয়া করার জন্য আলাদা কোনো নিয়ম নেই।তবে,দোয়া করার নিয়ম হলোঃ দোয়ার আগে দুরুদ শরীফ পড়ে নেয়া ও নামাযের ছুরতে বসে দোয়া করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমে আপনি দুই দুই রাকাত করে তাহাজ্জুদের 

নামাজ পরবেন,অবশ্যই ধিরে ধিরে, পারলে 

আরো বেশি পরুন,তার পর দুরুধ ইস্তেগফার 

পাঠ করুন, পারলে একটু কোরআন তেলওয়াত 

করুন, তার পর জিকির আজকার করুন, তারপর 

আল্লাহর কাছে সেজদা দিয়ে  চোখের পানি ছেড়ে  

দিয়ে কান্না করে দুয়া করুন, ইনশাআল্লাহ আল্লহ 

আপনার দোয়া কবুল করবেন।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তাহাজ্জুদের দোয়াঃ রাসূলুল্লাহ (সঃ) বলেন, ‘যখন তোমাদের কেউ রাত্রে জাগ্রত হয় ও নিম্নের দোআ পাঠ করে এবং আল্লাহর নিকট প্রার্থনা করে, তা কবুল করা হয়। আর যদি সে ওযূ করে এবং ছালাত আদায় করে, সেই ছালাত কবুল করা হয়’। উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু; লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। সুবহা-নাল্লা-হি ওয়াল হামদু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার; ওয়ালা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লা-হ। অতঃপর বলবে, ‘রবিবগফির্লী’ (প্রতিপালক! আমাকে ক্ষমা কর)। অথবা অন্য প্রার্থনা করবে। অনুবাদ : আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। তাঁর জন্যই সকল রাজত্ব ও তাঁর জন্যই সকল প্রশংসা এবং তিনিই সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহা পবিত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোন ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত’(internet)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সুরা ইখলাস ৩ বার পড়বেন দুরদ শরিফ পড়বেন ও খাটি মনে একমাত্র আল্লাহর দিকেই মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ কবুল করতে পারেন ইংশা আল্লাহ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SohagRaz

Call

দোয়া করার আগে একবার সূরা ফাতেহা, তিনবার সূরা ইখলাস ,একবার দূরদ শরিফ পাঠ করুণ। দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দরূদ শরীফ + সূরা ফাতিহা + সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ এবং বেশি বেশি ইস্তিগফার করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিবেন ।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ