ঘুমানোর আগে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিয়ে Fona Plus জেল প্রতিদিন ব্যবহার করবেন । আশা করি ভালো ফল পাবেন । বিঃদ্রঃ ব্রণ দূরীকরণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আবশ্যক ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

ব্রণ হলে ধৈর্যের প্রয়োজন, ❄Clinface gel ব্যবহার করুন, শুধু রাতে ব্যবহার করবেন।

❄সাথে সিরাপ ছাফী খাবেন।

❄সকালে ও রাতে ইসবগুলের ভুসি খাবেন, পানি বেশী করে খাবেন।

❄ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার রাখবেন নিয়মিত।ক্রীমটি ব্যবহার করলে এবং ছাফী খাওয়া অব্যাহত রাখলে ব্রণ ভাল হয়ে যাবে, যতদিন ব্রণ দুর না হয় ততদিন ধৈর্য ধরে ব্যবহার অব্যাহত রাখুন।


❄ব্রণ ভাল হওয়ার পর ত্বক কিছুটা কালো দেখাতে পারে। ঘাবড়ানোর কিছু নাই, পরবর্তীতে এমনিতেই ধীরে ধীরে দাগ কমবে, এবং ছাফী খাওয়া অব্যাহত রাখলে ত্বক আগের মতো উজ্জ্বল হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি রোজ রাতে ঘুমোনোর আগে,  মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন।  আপনার ব্রণ আস্তে আস্তে একেবারেই কমে যাবে, দাগ গুলিও মুছে যাবে। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটাও কমবে, আবার মুখ আরও ফর্সা হবে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি হামদর্দ কোম্পানির ছাফী সিরাপ খেতে পারেন। এটা ব্রনের জন্য খুব ভাল কাজ করে। প্রতিদিন সকাল ও রাতে খাবার পর এক চামচ করে পানিতে মিশিয়ে খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মুখে হিমালেয়া ফেসওয়াস ব্যবহার করুন।আর ব্রনের জন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে ক্লিন্ডাসিন প্লাস জেল ব্যবহার করুন।আশা করি ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্র থেকে মুক্তি পেতে আপনি গার্নিয়ার মেন একনো ফ্লাইট ফেসওয়াশটা ব্যবহার করুন, সাথে হোমিও ঔষধ খান এক মাস, দৈনিক ৮ ঘন্টা ঘুমান, কোন প্রকার টেনশন করবেন না, প্রতিদিন ৩/৪ লিটার পানি পান করুন,মাথায় খুশকি থাকলে ভাল শ্যাম্পু ব্যবহার করুন, একমাসে ব্রন চলে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ