Call
Call
ওজন কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ -
★ খাদ্যতালিকা থেকে অবশ্যই প্রচলিত শর্করাজাতীয় খাবার (ভাত, রুটি, নুডুলস, অালু, কলা ইত্যাদি) অনেক কমাতে হবে।
★ যাবতীয় তেলে ভাজা খাবার, ফাস্টফুড বর্জন করতে হবে।
★ মিষ্টিজাতীয় যাবতীয় খাবার - চিনিসমৃদ্ধ খাবার, মিষ্টি ফল- কলা, অাপেল, বিস্কুট, কেক, চকলেট, চিপস পরিহার করে চলা।
★ গরুর, খাসির, মুরগির চামড়ার তেল, চর্বি সম্পূর্ণ বর্জনীয়।
★ প্রচুর শাক, সবুজ অাঁশযুক্ত সবজি, মিষ্টিহীন ফলমূল খাওয়া উচিত।
★ ভিটামিন সি যুক্ত টক ফল গুলো বেশ উপকারী।
★ সকালে খালি পেটে লেবুপানি খেতে হবে।
★ রাত ১০-১১ টার মাঝেই ভালোমতো ঘুমাতে হবে।
★ সকাল ৫-৬ টার মাঝে জেগে- HIIT exercise করা উচিত - কিছুক্ষণ জগিং(৩০ সেকেণ্ড) - কিছুক্ষণ সম্পূর্ণ রেস্ট- (২০ সেকেণ্ড )- অাবারো কিছুক্ষণ জগিং (৩০ সেকেণ্ড)-- এভাবে ১০ মিনিট!
★সকালে খালিপেটে অন্তত ৩০-৪০ মিনিট দ্রুতগতিতে হাঁটা উচিত।
Dr Mohidul Hasan Maruf
MBBS, FCPS training (Internal Medicine)
Medical Officer, Medicine department Rajshahi Medical College Hospital