না, সাত বছর বয়সে কারো দুধ পান করলে তিনি দুধমাতা হবেন না৷ বাচ্চাদের দুধ পান করার যে সময়সীমা (দুই বছর) সে সময়ের মধ্যে কারো দুধ পান করলে তিনি দুধ মাতা হবেন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা  বলেন-

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ

আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু'বছর দুধ খাওয়াবে...। [ সূরা বাকারা: আয়াত ২৩৩ ]

মহান আল্লাহ তাআলা আরো বলেন,

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا

আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্টসহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়তে লেগেছে ত্রিশ মাস...। [ সূরা আহকাফ: আয়াত ১৫ ]

দুধ পানের সর্বোচ্চ মেয়াদ দু বছর / আড়াই বছর। তাই উক্ত শরীয়ত নির্ধারিত সময়ে কোন বাচ্চা কোন মহিলার দুধ পান করলেই তবেই দুধ সম্পর্ক সাবস্ত্য হবে অন্যথায় না। তাই এই আলোচনা দ্বারা আপনার প্রশ্নে বর্ণিত সাত বছরের শিশুর দুধ সম্পর্ক উক্ত মহিলার সাথে সাবস্ত্য হবে না।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ