RazibOfficial

RazibOfficial

RazibOfficial

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 18.98k বার দেখা হয়েছে | এই মাসে 18.98k বার
11 টি প্রশ্ন দেখা হয়েছে 12.63k বার
5 টি উত্তর দেখা হয়েছে 6.35k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 1 টি প্রিয়

Recent Q&A

কপাল গরম+ মাথা ভার ভার তবে জর মেপে দেখলাম ঠিক ই আছে, তাহলে সমস্যা কি?

কপাল গরম+ মাথা ভার ভার তবে জর মেপে দেখলাম ঠিক ই আছে, তাহলে সমস্যা কি? 

এখন কি করা উচিত?  ২/৩ ধরে এমন হচ্ছে। 

কি করা উচিত আমার?  

[মোবাইল দিয়ে লেখার জন্য জর টা ঠিক করে লিখতে পারি নাই। :( ]

0 likes | 1888 views

ফিস্টুলা রোগের সমাধান কি দয়া করে আমাকে সাহায্য করুন?

আমার বয়স ২৩, গত ৮/১০ দিন আগে আমার মলদ্বার এর পাশে হাল্কা ব্যাথা হয় আস্তে আস্তে বারতেই থাকে গত ৩ দিন এটা অসহনীয় অবস্থায় চলে এসেছে!  খুব ব্যাথা+ যন্ত্রনা করে, মলদ্বারের পাশে ফুলে গেসে অনেক আর ফোলা যায়গার মাঝে একটু উচু। তবে চামড়ার রঙ দুই পাশেই এক। আজ এক ডাক্টার দেখলো আর সে বলল ফিস্টুলা হয়েছে, ওষধ দিয়েছে ২ দিনের না কমলে নাকি অপেরেশন করাতে হবে। গত ২ দিনে ২ টা ইঞ্জেকশন দিয়ে ব্যাথা কমানো। অভিজ্ঞরা একটু যদি বিস্তারিত বলতেন?  

0 likes | 2801 views

পেনিস দিয়ে একটু ঘন পানি আসে (প্রসাব না)?

মাঝে মাঝে এমন হয় আমি কখনো পর্ণ দেখলে বা উত্তেজনা পূর্ণ কোন কথা বললে বা মনে আসলে আমার পেনিসের মাথায় পাতলা পানি চলে আসে। এটা আমার মাঝে মাঝে হয়, অনেক সময় ৩/৪ মাসের মধ্যে হয় না। আবার যখন শুরু হয় তখন বেশ কিছু দিন হয় দিনের মধ্যে। 
এটা কি কোন বড় ধরনের রোগ ? 
এর থেকে পরিত্রাণ পাবার উপায় কি ? 
আমি আগে হোস্থমিথুন করতাম এখন প্রায় ৫/৬ বছর হঠাত করি ৩/৪ মাসে এক বার। 
কেন এমন হয় :( 

0 likes | 3526 views

অতিরিক্ত সপ্নদুষ হয় ।অতিরিক্ত পস্রাব এবং।অন্ডকোষ সব সময় ঝুলে থাকার কারণ কিএসব থেকে কিভাবে মুক্তি পাবো?

0 likes | 3815 views

বেশিক্ষন হাটলে হাপানী শুরু হয় কেনো?

বেশিক্ষন হাটলে হাপানী শুরু হয় কেনো? 0 likes | 2803 views

আমি লেখা পড়া না করে কি ভাবে একজন অন্য একজন ভাল বিয়ে-অনার্স শিক্ষিত ছেলেদের মত হতে পারব।তারা তো অনেক জ্ঞনী ব্যক্তি।তাদের মত হতে চাই আমি,,,, আমি ইন্টারনেটে পরাশুনা করব কিভাবে?

0 likes | 2945 views

সুনীল নারাইন একজন বলার, অথচ আজকে তাকে কলকাটা নাইট রাইডার্সে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং দেখলাম, আচ্ছা এই তুমুল পরিবর্তন এটা কিভাবে সম্ভব, আমি স্বচোখে বিশ্বাস করতে পাচ্ছিনা, কেউ এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন প্লিজ!?

0 likes | 2916 views

ফেসবুক ডিজেবল প্রসঙ্গে?

গত ১৫ তারিখে আমার ৭/৮ বছরের পুরাতন ফেসবুক একাউন্ট হঠাত ডিজেবল হয়ে যায় ! 
আমি ঐ দিন ২ টার দিকে আমার ন্যাশনাল আইডি কার্ড এর স্কান কপি দিয়ে আপিল করি (তখন ফেসবুক একটা কনফার্মেশন ইমেল দেয়) তার পরে আজ ৬ দিন হতে চলল কিন্তু ফেসবুক আমাকে আর কিছুই জানাল না। আমার আইডি ও ঠিক হইলো না। 
এ মুহূর্তে আমি কি করবো ? 
আমি কি আবার সাবমিট করবো ? 

0 likes | 2719 views

বিসিএস এর প্রস্তুতির জন্য প্রাথমিক অবস্থায় কোন কোন বই পড়া উচিত?

বিসিএস+ব্যাংক এর পরীক্ষা এর প্রস্তুতির জন্য প্রাথমিক অবস্থায় কোন কোন বই গুলা পড়া উচিত ? 
বাংলা, ইংরেজি, অংক, সাধারণজ্ঞান এই গুলার জন্য আলাদা আলাদা কোন বই গুলা ভাল কোন ভাই যদি বলতেন ? :) 

0 likes | 2866 views

চশমা ব্যবহার করলে ক্রিকেটার হওয়া যায়?

বয়স- ১৭, গত ২ বছর চশমা ব্যবহার করছি! কিন্তু ক্রিকেট খেলা ছাড়ি নি! চশমা ছাড়াই ক্রিকেট খেলি। আর গ্রাম অঞ্চলের ক্রিকেটে খেয়াল করবেন, কে কত রান করল সেটা দেখা হয় না, বরংচ কে কয়টা সিক্স মারলো সেটা দেখা হয়। তো আমি ভালোই সিক্স মারি, এবং অনেক্ষন টিকেও থাকি, বলিংও করি। আগে ১ দিন খেল্লে শরির ব্যাথা হয়ে যেত, এখন হয় না। প্রশ্ন হলো- "আমি কি কখনো বাংলাদেশ টিমে ঢুকতে পারব??? আমার বড় চিন্তা হলো চশমা নিয়ে, যদি চশমার কারনে আমাকে বাদ দিয়ে দেয়??? আর আমার খেলা ইম্প্রুভ করতে চাই। একজন ভাল মানের ক্রিকেটার হতে কঠোর পরিশ্রম লাগে সেটা জানি। টাকা মোট কত খরচ লাগবে???? 0 likes | 2822 views