Rabbekhan

Call

হা সুনিল নারাইন একজন বলার কিন্তু সে এরকমই। অস্ট্রলিয়ার বিগবেস ও সে মাঝে মাঝে ওপেনিই খেলে এবং ভাল রান করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ওপেনার ক্রিস লিন বর্তমানে ইনজুরিতে আছেন । আর কলকাতার মিডল অর্ডারে দীর্ঘদিনের যোদ্ধা আন্দ্রে রাসেল ও খেলতে পারছেন না । এজন্যই উথাপ্পা কে ওপেনিংয়ে না এনে নারিনকে দিয়ে অপেন করানো হচ্ছে । এই জায়গাটাতে নারিন নির্ভয়ে খেলতে পারবে । সে যেহেতু বিগ শট খেলতে অভ্যস্থ , তাই কলকাতার সুপ্ত ইচ্ছা হলোঃ "যা আসে তাই লাভ" এই প্রকৃতির । এতে কলকাতার ব্যাটিংয়ের মিডল ওর্ডারটাও লম্বা হয়েছে । আর যদিও মাঝের দুটি ম্যাচে নারিন স্ট্রাইক করতে পারেনি , কিন্ত অন্যগুলোতে ভালই করেছে । এতে তাদের পরিকল্পনাও সফল হয়েছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নারিন বিগ হিট করে পারে তো, আর প্রথম ৬ ওভার পাওয়ার প্লে থাকে আর ঐ সময়ে মাত্র ২ জন প্লেয়ার ৩০ গজ এর বাহিরে থাকে তাই মাথার উপর দিয়ে হিট করতে পারলেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি তাই  নারিন কে দিয়ে খেলায়, যা আসে তাই লাভ :D 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Ashif

Call

সুনিল নারাইন অলরাউন্ডার।  যেমন: মেহেদি হাসান মিরাজ এর মত। আর অনেক লীগেই তাকে আগে নামতে দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ