আমি একটি ফেইসবুক গ্রুপ খুলতে চাচ্ছি যেটায় সব ইতিবাচক পোষ্ট করা হবে, এখন গ্রুপ খুলে আমি কিভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি? অল্প দিনে যাক যমকপূর্ন এক গ্রুপ। মোদ্দকথা গ্রুপ পপুলারিটি চাচ্ছি।
আমি ওয়েব ডিজাইনের কাজ শিখতে চাচ্ছি, অনলাইনে নাকি ওয়েব ডিজাইনারদের জন্যে খুব ভাল প্লাটফর্ম রয়েছে যেখান থেকে টাকা ইনকাম করা যায়, এই জন্যে যদি কোন সহায়ক কিছু থাকে তাহলে আমাকে একটু জানান।
আমি কোন লেখা বা উত্তরের সাথে কোন কিছুর লিংক যোগ করতে চাই যেমন ধরুন 'এখানে লিংক আছে' এই কথাটার সাথে লিংক জোগ করবো কিন্তু লিংক দেখা যাবে না অথচ ওই লেখার উপর চাপ দিলে লিংকে ঢুকে যাবে এটা কিভাবে করে?
ADVANCED LEARNER'S COMMUNICATIVE ENGLISH GRAMMAR & COMPOSITION এই বইটা ইংরেজির জন্যে খুবই সহায়ক, দামটা বলতে পারবো না নিকটস্থ লাইব্রেরীতে গিয়ে খোজ নিলেই পাবেন।