Call

১) বয়ঃপ্রাপ্ত পুরুষ উপুর হয়ে শুয়ে লিঙ্গটিকে শক্ত কিছুর উপর চেপে ধরবেন না (নিজের যৌনতা মেটানোর জন্য)| এতে আপনার লিঙ্গের ক্ষতি হতে পারে| (২) নিয়মিত জীবানুমুক্ত নরম সাবান দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করবেন| (৩) সর্বদা নরম কাপড়ের ও পরিষ্কার জাঙ্গিয়া ব্যবহার করবেন| (৪) হস্ত-মৈথুন করবেন না| অনেকে খুব শক্ত করে চেপে ধরে হস্ত-মৈথুন করেন, যা একদম ঠিক নয়| এটি শরীরের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে| এটি অনেক সময় শিরা-উপশিরার ক্ষতি করে| (৫) যৌনাঙ্গের কোনো রোগ দেখা দিলে উপযুক্ত ডাক্তারের পরামর্শ নেবেন| অযথা দেরি করবেন না| (৬) পুরুষাঙ্গ দিয়ে কখনই পিছন দিকে সঙ্গম করবেন না| এটা করলে নানা রকম সংক্রামক রোগ হতে পারে| (৬) নিজের নির্দ্দিষ্ট সঙ্গিনী (স্ত্রী) ছাড়া অন্য যার তার সাথে শারিরীক সম্পর্ক করবেন না| মাসিকের সময় সঙ্গম এড়িয়ে যাবেন। (৭) অতিরিক্ত হস্তমৈথুনে আগা মেটা ও গোড়া সরু হয়ে যাবে| ফলে লিঙ্গের জোর কমে যাবে| তাছাড়া হস্তমৈথুন ধ্বজভঙ্গ রেগেরও একটি কারণ| এই রোগ হলে লিঙ্গ খাড়া হয় না| তাই এই অভ্যাস থাকলে বর্জন করুন| (৮) অনেকে হস্তমৈথুন করে কিছু বীর্য বার হতে দেয় না, শক্ত করে চেপে ধরে| এটি স্বাভাবিকের বিপরীত কাজ| এটি করবেন না| (৯) বেশি স্বপ্নদোষ হলে ডাক্তারের পরামর্শ নিন| অবহেলায় আপনার পেনিস শিথিল হয়ে যেতে পারে| পরিশেষে সর্বদা মনে রাখবেন, পেনিস আপনার একটি মূল্যবান সম্পদ| শরীরের অন্যান্য অঙ্গের মত এরও যত্ন নেওয়া অতি প্রয়োজন| যত্রতত্র যার তার সাথে সঙ্গমে লিপ্ত হবেন না| সুখী দাম্পত্বের জন্য নির্দ্দিষ্ট আইনসঙ্গত একটি যৌনসঙ্গী (স্ত্রী) থাকা বাঞ্ছনীয়|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ