আমি দশম শ্রেণীর ছাত্র ২০১৭ এস,এস,সি পরিক্ষার্থী । আমি বিজ্ঞান বিভাগে পড়ালেখা করি। আমার জীবনের সঠিক কোন লক্ষ নেই। কারন,আমার জীবনের লক্ষ বিভিন্ন সময় বিভিন্ন হয়। এখন আম সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে পারি?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি পরিবারের সকলের কাছ থেকে পরামর্শ দিন তাহলে আপনি সঠিক সিদ্বান্ত নিতে পারবেন |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

অবশ্যই একটি উন্নতমানের স্বপ্ন নিয়েই

পড়ালেখা করুন,প্রায় সমস্ত ছাত্র-ছাত্রীরাই পড়ালেখা

করলে একটা না একটা ভবিষ্যৎ /স্বপ্ন নিয়েই পড়ালেখা

করে,কেউ হয়তো সিদ্ধান্ত নেয় যে,পড়ালেখা করে

মাস্টার,সেনাবাহিনী,সৈনিক,পুলিশ,ইন্জিনিয়ার,

ইত্যাদি ইত্যাদি হবে।আবার অনেকেই

পড়ালেখাই শুধুমাত্র করে,কোনো কিছু করার ইচ্ছা নাই।

অর্থাৎ কোনো কিছু করতে চাই না।

নিজেকে একজন সুশিক্ষিত,আদর্শ মান

ব্যক্তি হিসাবেই গড়ে তুলতে চান।

পড়ালেখা করলে অবশ্যই যেকোনো একটা উদ্দেশ্য

নিয়ে করুন,

এখন আপনার ডিসিশন কি রকম

স্বপ্ন নিয়ে আপনি পড়ালেখা করবেন,বা আপনার

ভালো হবে।

এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাবহার।

এছাড়া আপনার বাবা-মায়ের কোনো

স্বপ্নও আছে কিনা আপনাকে নিয়ে

এটা জানতেও ভুল করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ