শেয়ার করুন বন্ধুর সাথে
Ronu

Call

মুখের ত্বকের যত্নে (!) অনেকেই মনে করেন সুধু স্নান করলে ত্বক পরিষ্কার উজ্জল থাকে এসব চিন্তা পরিহার করুন এবং ত্বকের প্রতি যত্নশীল হন। (!) ত্বক পরিষ্কার রাখতে আপনি ময়দা পানিতে মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে তারপর ধুয়ে নিন। (!) লেবুর খোসা দিয়ে মুখ ঘষতে পারেন। এতে আপনার মুখের উজ্জলতা সহ ত্বক নরম হবে। (!) অনেকে মুখে সাবান ব্যবহার করেন। এর বদলে মুখে ফেস ওয়াশ ব্যবহার করুন। (!) মুখের উজ্জলতা ধরে রাখতে আপনি টমেটো ব্লেন্ড করে মুখে প্রয়োগ কর‍তে পারেন। এতে ভালো ফল পাবেন। (!) রোদে যাওয়ার পূর্বে মুখে সানস্ক্রিন ব্যবহার করুন। এর ২০ মিনিট পর বাইরে বের হবেন। (!) বাইরে থাকলে বোতলে করে পানি নিয়ে যাবেন এতে করে আপনি ঘেমে গেলে পানি দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। (!) অতিরিক্ত রোদে বাইরে থাকবেন না । (!) রোদে পোরা দাগ দূর করতে টক দই ব্যবহার করতে পারেন। (!) বেশিক্ষণ রোদে থাকলে পরে বাসায় এসে স্নান করে নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ