Call

বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেখুন । আপনি তো সরাসরি যেয়ে প্রস্তাব দিতে পারবেন না । কোন ঘটক কে বলুন । অথবা আপনার দাদা অথবা ভাবি থাকলে । প্রস্তাব নিয়ে যেতে বলুন । বিয়ের প্রস্তাব দেয়ার পর বিয়ে দিতে রাজি হতেও পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমত আপনার জিএফ তার পরিবারকে ভালোভাবে বুঝিয়ে বলৃক। যে আপনি প্রতিষ্ঠিত হবেন ঠিকই। তাহলে তো সমস্যা নেই। যদি তাও না মানে, তবে ক্বুরআন হাদীস দিয়ে বলুক, বিয়ে? বিয়ে জিনিসটা দিলেই হলো না, বিয়ে কবুল হতে হবে। হাদীসে আছে, নবীজি(স) বলেছেন বুখারী শরিফে, কোন নাবালিকা মেয়েকে তার অনুমতি ব্যতিত বিয়ে দেয়া হারাম। অর্থ্যাৎ বাতিল। তখন সেটি বিয়ে হবে না, হবে ব্যাভিচার। সেই মেয়ের বাব মা কি তার মেয়েকে দিয়ে ব্যভিচার করাবে? নিশ্চয়ই না বলবে, তবে জোর করে বিয়ের কথা বলছে,  এটা তো ব্যভিচার হয়ে যাবে। তাও যদি না হয়, তবে মেয়েকে শক্ত থাকতে বলুন। কেননা, অবশ্যই বাব মারমার চেয়ে আল্লাহর হুকুম আগে। বাব মা কে ভয় পেয়ে যদি সে কবুল বলর তবে জিনিসটা কি হচ্ছে? ১। তার জীবন নষ্ট ২.ব্যভিচারীনি( যদি সে মন থেকে মানতে না পারে)।পরকালে? কঠিন শাস্তি। এগুলো ভালো হবে নাকি মেয়ে হুকুম মেনে আল্লাহর পথে থাকবে? হ্যা বাব মা সন খারাপ করে থাকবে, কিন্তু আল্লাহ তো খুশি থাকবেন নাকি? যদি আল্লাহ মন বেজার করে থাকেন তবে সেক্ষেত্রে বাবা মার খুশিতেও লাভ হবে না। আল্লাহ ক্বুরআনে বলেছেন যে, ইসলামে নিষেধ করা কাজ যদি বাবা মা করতে বলে তবে বাববা মাকে একবার দুবার তিনবার বুঝাক, যদি তারপরও না মানে তবে সে বাব মার হুকুম থেকে দুরে সরে আল্ল্হর হুকুমেই অটুট থাকুক। ডার সাথে আল্লাহ সাপোর্টে থাকেন তার আর কি লাগে? এটাই করুন ভাই। মরয়েকে এটা বোঝান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিবাহের প্রস্তাব পাঠান। দরকার হলে আইনি সহায়তা নিন। কারণ তার বয়স এখন মাত্র ১৬ বছর। বাল্য বিয়ের কেসে পড়বে এটা। আপনার প্রেমিকা থাকবে বিবাহ মুক্ত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ