Call

গ্যাসটিকহীন মানুষ এখন খুজে পাওয়াই ভার...... গ্যাসটিক এর লক্ষনগুলো হচ্ছে ১ বুক জ্বালা পোড়া করে ২ ঢেকুর আসে বারবার ৩ খাওয়ায় অরুচি ইত্যাদি.. তাই হতেও পারে আপনার গ্যাসটিক. ওজন বাড়াতে হলে পুষ্টিকর খাওয়ার দরকার..তাই রুচি আবশ্যিক.. যেহেতু আপনার অরুচি তাই সিনকারা খেতে পারেন... এতে রুচি বাড়তে ফলে খাওয়ার প্রবলেম হবেনা রাইস কুকারের ভাত খেতে পারেন... চুলোয় হওয়া ভাতে মার ছেকে ফেলে দেওয়া হয়... সেখানে প্রচুর পুষ্টি পাওয়া যায়.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি সিনকারা সিরাপ খেতে পারেন এই সিরাপ টা খেলে খাওয়ার রচি বাড়বে ও আপনার সাস্থ্য বাড়বে।শুধু সিরাপ খেলে চলবে না নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে তা হলে আপনার ওজন বাড়বে।আর গেসটিক হলে বুঝবেন যদি আপনার বুক জ্বালা পোড়া করে। খাওয়ায় অরুচি হয়।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ