TarikAziz

Call

তার জন্য আপনাকে পপুলার হতে হবে,

বিভিন্ন পপুলার ওয়েবসাইটে আপনার নাম

দিয়ে ফটো আপলোড করে রাখতে, বিস্ময়েও

আপনার নিজস্ব ফটো দিয়ে রাখুন, 

নিয়মিত সদস্য হয়ে থাকলে আপনার ফটো

গুগুল সো করবে।  

আবার আপনি এখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে

নিজের নাম দিয়ে ফটো আপলোড করতে থাকুন,

বেশি ভিউ পেলে, গুগুল আপনার ফটো শো করবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সরাসরি কোন কিছু গুগলে আপলোড দেওয়া যায়না।

গুগল বিভিন্ন সাইট/ব্লগ থেকে আমাদের দেখায়।

আপনি বললেন যে, নায়কের নাম লিখে সার্চ দিলে তার ছবি দেখা যায়।

এটা আসলে তারা কোনো না কোনো সাইট/ব্লগ থেকে এনেছে।

আপনি গুগলে সার্চকৃত একটা ফটোতে ক্লিক করুন দেখবেন, ফটো টা কোন সাইট থেকে এসেছে তার নাম দেয়া আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ