https://services.nidw.gov.bd/voter_center এই লিংকে গিয়ে তো ফরম নম্বর ছারা কোন কাজ হবে না। সে ক্ষেত্রে কি করনিও
Share with your friends
Call

এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন । আপনার সাথে আপনার আশেপাশের যারা ভোট লিখিয়েছে তাদের স্লিপ নম্বর দেখে নিয়ে এর আগের ও পরের কিছু নম্বর ট্রাই করুন । হয়তবা আপনার NID card এর নম্বর পেয়ে যেতে পারেন । আর NID নম্বর পেলে আপনাকে অবশ্যই রেজিঃ করে নগ ইন করে আপনার NID প্রোফাইল এ ঢুকতে হবে ।

Talk Doctor Online in Bissoy App
এই ওয়েব থেকে আপনি এটা পাবেন । তো আপনাকে যেটা করতে হবে । প্রথমে আপনার স্লিপের নং (পাওয়া যাবে নির্বচন অফিসে) দিয়ে নিবন্ধন করে নিতে হবে এবং আপনাকে আপনার পূর্বের তথ্য অনুযায়ি সঠিক তথ্য পুরন করতে হবে । এবং আপনার মোবাঃ নং এর এসএমএস মাধ্যমে নিশ্চিত কোড দিয়ে ঢুকে তার পর আপনার এনআইডি অনলাইন কপি সংরক্ষন করতে পরবেন ।

বিঃদ্রঃ আপনার মোবাঃ নং যেনো আপনার একান্তো নিজেস্ব হয় । পুনরায় আপনার এই নম্বারে এসএমএস টি পঠাবে ।

ধন্যবাদ
Talk Doctor Online in Bissoy App