যারা ssc তে  GPA 5 পাইছে তাদের নাকি টেলিটক সিম ফ্রিতে দিবে । এখন কিভাবে এই সিম পেতে পারি ,আর কবে নাগাত পেতে পারি ??


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি এর জন্য নিকটস্হ টেলিটক কেয়ারে যোগাযোগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সিমটি গ্রহন করতে যা যা লাগবেঃ


১। আবেদনের পর টেলিটক কর্তৃপক্ষ কর্তৃক পাঠানো সিম গ্রহনের তারিখ সম্বলিত এসএমএস টি।

২। ওয়েবসাইটে পুরণকৃত আবেদন ফরম এর প্রিন্ট কপি।

৩। অভিভাবক (যদি থাকে তাহলে নিজের) ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি।

৪। স্টুডেন্ট আইডি কার্ড এর ফটোকপি।

সার্টিফিকেট / মার্কশীট এর ফটোকপি এবং

দুই কপি ছবি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
israfilss

Call

আপনি টেলিটক আগামী  সিমের কথা বলেছেন,এটা টেলিটকের স্পেশাল একটা প্যাকেজ যা শুধুমাত্র যারা এস এস সি পরিক্ষায় জি পি এ ৫ পায় তাদের ফ্রি দেওয়া হয়। তবে এর জন্য প্রতি বছর নির্ধারিত সময়ে প্রথমে http://agami.teletalk.com.bd/ এখান থেকে প্রয়জনীয় তথ্য দিয়ে Reg. করতে হয়। তার পর প্রয়জনীয় ডকুনেন্টস নিয়ে নির্ধারিত সময়ে আপনার নির্ধারিত টেলিটক কাষ্টোমার কেয়ার থেকে সিম উত্তোলোন করতে হয়। http://agami.teletalk.com.bd/ এই লিংকটা তে গেলে আশা করি আপনি বিস্তারিত জানতে পারিবেন এবং বুঝতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ