আমি ভোলা থাকি। ২০১৫ সালে এস এস সি পাস করি। এখন কিভাবে বর্ণমালা সিম আবেদন অথবা অন্য কোন উপায়ে পেতে পারি? এবং ভোলা জেলার কোন জায়গা থেকে আমি সিমটি পাবো? প্লিজ এইসব আলোচনা বিস্তারিত ভাবে আমাকে হেল্প করেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি যদি টেলিটক বর্ণমালা সিমটি পেতে চান তাহলে আপনার যা যা লাগবেঃ আপনার এস এস সি পরিক্ষার মার্ক শীট আর আপনি যদি ভোটার হয়া থাকেন তাহলে আপনার আইডি কার্ড এর ফটোকপি ও আপনার ২ কপি ছবি লাগবে। এই গুলা নিয়া আপনি কাছের কোন কাস্টমার কেয়ারে যাবেন। আর মুল্য নিবে মাত্র ৫০ টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনাকে প্রথমে নীচের লিংক থেকে অনলাইনে একটি ফরম পূরণ করতে হবে- www.bornomala.teletalk.com অতঃপর বাকী করণীয় গুলো সেখানেই দেওয়া আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টেলিটক বর্ণমালা" সিম পেতে আপনাকে যা যা করতে হবেঃ ১। যাদের ১৯৯৫ থেকে ২০১৫ সালের মাঝে SSC পরিক্ষা দিয়েছেন তারা apply করতে পারবে। ২। অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://bornomala.teletalk.com.bd/–তে প্রবেশ করুন এবং নিয়মগুলো ফলো করুন। ৩। সকল তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট-এ ক্লিক করুন । ৪। রেজিস্ট্রেশান এর শেষ সময়ঃ ১৫ সেপ্টেম্বর ২০১৫ ## " টেলিটক বর্ণমালা" সিমের মূল্যঃ ৫০ টাকা। @[null:#সিম] তোলার জন্য যা যা লাগবে:- ১।ভোটার আইডি এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি। ( ১ টা করে) ২।এস.এস.সি পরিক্ষার সার্টিফিকেট অথবা মার্কশীটের ফটোকপি। ৩।২ কপি পাসপোর্ট সাইজের ছবি। ৪।বর্ণমালা সিমের রেজিস্টেশনের প্রিন্ট কপি। ৫।আর কর্নফারফেশন মেসেজ। ## আসুন প্রথমে জেনে নেই কি কি সুবিধা এই বিশেষ প্যাকেজেরঃ -> দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে ভয়েস ও ভিডিও কল মাত্র ৩০ পয়সা/মিনিট । -> অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত ২৪ ঘন্টা । ->৩০ পয়সা/এস.এম.এস. যেকোন টেলিটক নাম্বারে । -> ১ জিবি ডাটা ১৩০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন । ->৫ জিবি ডাটা ৪০০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন । -> প্রতি ৩০ টাকা রিচার্জে ৩০ মিনিট ভয়েস, ৩০ মেগা ডাটা ও ৩০টি ফ্রী এস.এম.এস একদম ফ্রী ! ->স্পেশাল সিরিজের নাম্বার ! এক্টিভেশন বোনাস – ->৫০ মিনিট ভয়েস কল (টেলিটক নাম্বারে) -> ৫০ মিনিট ভিডিও কল (টেলিটক নাম্বারে) ->৫০ টি এস.এম.এস. (টেলিটক নাম্বারে ২৫ টি ও অন্য পারেটরে ২৫ টি ) ->৫০ টি এম.এম.এস. (টেলিটক নাম্বারে) ->২৫০ মেগাবাইট (৩জি) ডাটা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিংকে ভিজিট করুনঃ http://bornomala.teletalk.com.bd/application.php

SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত ফরম্যাট অনুসরণ করুনঃ

BOR <space> SSC Board(first 3 letters) <space> SSC ROLL <space> SSC passing year <space> SSC registration no. <space> contact no (Any operator)। এসএমএসটি যেকোন টেলিটক নাম্বার থেকে ১৬২২২ সেন্ড করতে হবে।

#সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবেঃ
-টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।


বিদ্রঃ আগে এস এম এস করতে হবে তারপর লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে হবে। আর এখন রেজিস্ট্রেশন চলছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ