Call

ক্রেডিট কার্ড কি?

সম্প্রতি আমাদের দেশে

ক্রেডিট কার্ড একটি কৌতুহলী

আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এটা

অনেকের কাছে

রহস্যময় বলে মনে হয় যারা ভালোভাবে

বুঝতে পারেনা

এটা কি এবং এটি ঠিক কি কাজ করে।

এটা ঠিক কাগজী

মূদ্রার বিকল্প ব্যাবসা। আকৃতিগতভাবে

ক্রেডিট কার্ড

হলোগ্রাম ও নিরাপত্তা চিহ্ন সম্বলিত

একটি

প্লাষ্টিকের শক্ত আবরণের টুকরা। এর

পেছনে একটি

চৌম্বক ফিতার দাড়ও আছে। কার্ড

ধারীর বিস্তারিত

তথ্যসহ ফিতাটিতে বৈদ্যুতিক ডাটা

সংরক্ষিত থাকে।

কার্ডটি চতুর্ভুজাকৃতি, দেখতে কিছুটা

ফোন কার্ডের

মত। এটি প্লাষ্টিকের তথ্যমূলক ছোট

টুকরা, এজন্য

এটিকে আপনি জনপ্রিয় প্লাষ্টিক

মূদ্রাও বলতে পারেন।

ক্রেডিট কার্ডের সাহায্যে লেনদেন

কিছুটা প্রচলিত

লেনদেনের মত। ব্যাংক মক্কেলের

নামে একটি কার্ড

প্রদান করে যা তাকে মালামাল ও

সেবার মূল্য সীমিত

শর্তের মাধ্যমে পরিশোধ সমর্থ করে।

কার্ড দুই ধরনের হয়ে থাকেঃ

১, ক্রেডিট কার্ড এবং

২,ডেবিট কার্ড।

ক্রেডিট কার্ড দিয়ে যে কেই নির্দিষ্ট

ব্যবসায়ীর

দোকান থেকে জিনিসপত্র ক্রয় করতে

পারে। জিনিসের

মূল্য মাসের শেষে সম্পৃক্ত ব্যাংকের

প্রজ্ঞাপন

অনুযায়ী পরিশোধ করতে পারবে।

অন্যদিকে ডেবিট

কার্ড হল মূল্য পরিশোধের একটি

পদ্ধতি। অটোমেটিক

টেলার মেশিনে এটিকে স্তাপন করতে

হয়, এজন্য ডেবিট

কার্ডকে বৈদুতিক টাকার থলি বলা হয়।

ডেবিট কার্ডের

জন্য ব্যাংকে একটি একাউন্ট থাকতে

হয়, কিন' ক্রেডিট

কার্ডের জন্য এ ধরনের শর্তের

প্রয়োজন হয় না। ডেবিট

অথবা ক্রেডিট কার্ডের অনেক ভাল

সুবিধা রয়েছে।

এটি ঝুকিমুক্ত এবং বাধামুক্ত। একটি

ক্রেডিট কার্ডে

প্রচুর টাকা ধারণ করার গুন রযেছে।

এমনকি একটি

ক্রেডিট কার্ড নগদ টাকা বহনের ঝুকি

থেকে রৰা করে।

ক্রেডিট কার্ড কিভাবে

খুলবো?

ব্যাঙ্ক, ক্রেডিট ইউনিয়ন, এবং এমনকি

বড় বিভাগীয়

স্টোর্স তাদের নিজস্ব ক্রেডিট কার্ড

দিয়ে থাকে।

ক্রেডিট কার্ড পেতে হলে আপনাকে

আবেদনপত্র পূরণ

করতে হবে।ক্রেডিট কার্ড কোম্পানী

আপনার ক্রেডিট

ইতিহাস যাচাই করে দেখবে।ক্রেডিট

কার্ড কোম্পানী

আপনার ক্রেডিট ইতিহাস যাচাই করে

দেখার পর, তারা

সিদ্ধান্ত নেবে যে আপনাকে ক্রেডিট

কার্ড দেওয়া

হবে কি না।

যা যা লাগবে?

সাধারণত ক্রেডিট কার্ড বানাতে

সদ্যতোলা পাসপোর্ট

সাইজ ফটো ১ বা ২ কপি,ন্যাশনাল

আইডি কার্ডের

ফটোকপি আর যে ব্যাংকে করবেন ঐ

ব্যাংকে

এ্যাকাউন্ট থাকতে হবে৤।

সংগ্রহীত ঃবিস্ময়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ক্রেডিট কার্ড বানাতে হলে অাপনাকে ব্যাংক একাউন্ট খুলতে হবে । ক্রেডিট কার্ড হচ্ছে টাকা লেন-দেন করার একটা ঝুকি মুক্ত এবং সহজ নিরাপদ কার্ড । দেশী ব্যাংকের জন্য সর্বনিম্ম ৫০০ টাকা এবং বিদেশী লেন-দেনের জন্য ১৫০০ জমা দিলেই পাওয়া যায় । শুধু মাত্র স্বাক্ষরতা জানলেই হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ