এগুলোর পার্থক্য জানতে হলে প্রথমে 

এগুলোর সংজ্ঞা জানতে হবে।

সংজ্ঞা জানলেই পার্থক্য পরিষ্কার হয়ে যাবে।

মাস্টার কার্ড হলো

একধরনের অনলাইন

ব্যাংকিং সুবিধা

সম্পন্ন ATM কার্ড, যা

প্রায় সব ধরনের ATM

ম্যাশিনে সাপোর্ট

করে। এবং যে কোন

ব্যাংকের বুথ থেকে

টাকা উত্তোলন করার

সুবিধা দেয়, অর্থ্যাত

আপনি এই মার্টার

কার্ড দিয়ে বিশ্বের

যে কোন দেশের যে

কোন অনুমোদিত ATM

থেকে টাকা উত্তোলন

করতে পারবেন। 

মাস্টার কার্ড অনেকটা ব্যাপক বিষয়।

মাস্টার কার্ড কোম্পানিগুলো 

ক্রেডিট ও ডেভিড উভয় কার্ডই দিয়ে থাকে।

ক্রেডিট কার্ড হলো এককালীন টাকা দিয়ে কেনা একধরনের কার্ড, যেটাতে টাকা ঢুকাতে পারবেন না, কিন্তু যা ঢুকানো আছে তা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে হবে। 

আর ডেভিড কার্ড হল- যেটাতে যখন খুশি টাকা 

ঢুকানো ও উঠানো যায়।

এগুলো এটিএম বুথের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। 

এছাড়াও যেসব শপ বা দোকানে মাস্টার কার্ডের মাধ্যমে 

টাকা পে করার সিস্টেম আছে, সেগুলোতে ও

ব্যবহার করতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mahmud01

Call
আপনি ফ্রিতে একটি মাস্টার কার্ড পেতে পারেন..এটি বাংলাদেশে অনেক জনপ্রিয়...নাম পাইওনিয়র...আপনার ব্যাংক একাউন্ট,ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ১৫ দিনের মধ্য কার্ড বিদেশ থেক আনতে পারবেন
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ