জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

মোটামুটি নিশ্চিত হতে খেয়াল করুন: ১. প্রোফাইল পিকগুলো আলাদা মেয়ের কিনা, আলাদা হলে ফেইক। ২. নামটা খুব কমন কিংবা স্টাইলিশ কিনা, ফেক হওয়ার সম্ভাবনা ৭০%। ৩. লাইক বা ফ্রেন্ড বাড়ানোর লক্ষণ থাকলে ফেক হওয়ার সম্ভাবনা ৯০%। ৪. মেসেঞ্জার থেকে ভয়েস মেসেজ পাঠাতে বলেন, না পাঠানোর বাহানা খুজলে হয় লাজুক নাহয় ফেক। ৫. রিসেন্ট পিক পাঠাতে বলেন, না পাঠালে সম্ভবনা ৫০%, পাঠালে GK দিয়ে বুঝে নিন আসল কি না। ৬. অরিজিনাল মেয়েরা সাধারণত আজেবাজে চ্যাটে আগ্রহী না, মেসেজ দিয়ে সাথে সাথে উত্তর পাওয়া যায়না। ৭. ফ্যামিলি লিস্ট চ্যাক করুন, ভাই, বোন বা নিকটাত্মীয় অনেকে থাকলে চেক করুন, আসল হবার সম্ভাবনা ৮০%। ৮. ফেইক আইডি নিজেকে মেয়ে হিসেবে তুলে ধরতে বেশি মেয়েলী ভাব ধরে, এটাও নিজের GK দিয়ে বুঝে নিন। ৯. প্রোফাইল লিঙ্ক চেক করুন, অনেক ফেইক আইডির লিঙ্কে ছেলের নাম থাকে। - উল্লেখ্য যে উপরোক্ত কিছু স্টেপ অনুসরণ করতে হলে আপনার কিন্তু উক্ত আইডির সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। সর্বোপরি ১০০% সুনিশ্চিত হবার উপায় নেই, সবটাই বিশ্বাস আর আপনার চতুরতার উপর নির্ভর করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ