http://www.studentvisa4you.com এর পেইজ রেঙ্ক কিভাবে বাড়ানো যায়? অনুগ্রহ করে কেউ পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন কি?
Share with your friends

Call

আপনার সাইটের পেজ রেঙ্ক বাড়ানে নিচের পদ্ধতিগুলি অনুসরন করুন: ১. সাইটের কনটেন্টগুলি নিয়মিত আপডেট করুন। ২. আপনার সাইটের বর্ণনার সাথে যেন কনটেন্টের মিল থাকে, সে ব্যাপারে সচেতন হোন। ৩. সাইটের কিওয়ার্ড যেন খুবে বেশি না হয়ে যায়, সে ব্যাপারে খেয়াল রাখুন। ৪. ব্যাক লিংকের ব্যাপারে সচেতন হোন। ৫. সাইটম্যাপ তৈরি করে সাবমিট করুন। ৬. সম্ভব হলে সাইটে ভাষা পরিবর্তনের সুযোগ রাখুন। ৭. সাইটে RSS feed রাখুন। ৮. সোশাল সাইটগুলিতে যুক্ত থাকুন। ৯. সাইটে মেটাডেটা যোগ করুন।

Talk Doctor Online in Bissoy App