আমি অনেক দিন ধরে Gearbest.com থেকে কেনাকাটা করতে পারি..?আর সে জিনস টা বাংলাদেশ এ কিভাবে আসবে। আমার পেপাল নাই। সম্পুর্ন প্রসেসিং টা বললে ভাল হয়।
Share with your friends

Call

Gearbest.com একটি ইকমার্স সাইট যেখান থেকে আপনি অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন। তবে এটি বিদেশী সাইট হওয়ায় আপনাকে নিচের কোন একটি উপায়ে পেমেন্ট করার ব্যাবস্থা রাখতে হবে। কারন Gearbest.com যে সকল পেমেন্ট সার্ভিস সাপোর্ট করে, তা হল: ১. PayPal ২. VISA ৩. MasterCard ৪. JCB ৫. Discover আপনাকে এখানে একটি একাউন্ট করতে হবে। একাউন্টে লগইন থাকা অবস্থায় আপনি কোন প্রোডাক্ট সিলেক্ট করবেন। প্রোডাক্ট সিলেক্ট করলে যে পেজ আসবে সেখানে Add to Cart এ ক্লিক করবেন। এবার Proceed to Checkout এ ক্লিক করবেন। পেমেন্ট ইনফেরমেশন দিবেন। তারপর কনফার্ম করবেন। আপনার প্রোডাক্টটি ওরা কুরিয়ার করে আপনার ঠিকানায় পাঁঠিয়ে দিবে।

Talk Doctor Online in Bissoy App