কাজের ভিসায় সিঙ্গাপুর যাওয়ার জন্য যোগাযোগ করবো কোথায় কিভাবে
শেয়ার করুন বন্ধুর সাথে
Risad

Call

ঢাকাস্থ সিঙ্গাপুর কনস্যুলেট অফিস থেকে সিঙ্গাপুরের ভিসা ইস্যু করা হলেও সেখানে সরাসরি ভিসা আবেদন গ্রহণ করা হয় না, ঢাকার কিছু অনুমোদিত ভিসা এজেন্টের কাছে ভিসা আবেদন জমা দিতে হয়। ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সিঙ্গাপুর যেতে ভিসা লাগে না। ভিসা ফি: ভিসা ফি হিসেবে সিঙ্গাপুর ৩০ ডলারের সমপরিমাণ টাকা জমা দিতে হয়। এছাড়া ভিসা এজেন্টের সার্ভিস চার্জও জমা দিতে হয়। প্রয়োজনীয় সময়: সাধারণত পাঁচ কর্মদিবসের মধ্য ভিসা প্রক্রিয়াকরণ হয়ে যায় (জমা দেয়ার দিন বাদে)। ভিসা আবদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: সিঙ্গাপুরে পৌঁছানোর দিন থেকে শুরু করে অন্তত ছয় মাস পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। পাসপোর্টে কমপক্ষে একটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। এক সেট ১৪এ (14A) ফর্ম সঠিক ভাবে পূরণ করতে হবে। ১৪এ (14A) ফর্মটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন – ১৪এ (14A) ফর্ম লেটার অফ ইন্ট্রোডাকশন (Letter of Introduction): ১) সাধারণ ভ্রমণকারীদের ক্ষেত্রে কমপক্ষে ২১ বয়সের বেশি সিঙ্গাপুরের স্থায়ী নাগরিক দ্বারা ‘লেটার অফ ইন্ট্রোডাকশন’ ফর্মটি ইস্যুকৃত হতে হবে। ২) ব্যবসায়িক ভ্রমণকারীদের সিঙ্গাপুরে রেজিস্টারকৃত কোম্পানি অথবা সংস্থার স্থানীয় যোগাযোগের ঠিকানা এবং কমপক্ষে ২১ বয়সের বেশি সিঙ্গাপুরের স্থায়ী নাগরিক দ্বারা ‘লেটার অফ ইন্ট্রোডাকশন’ ফর্মটি ইস্যুকৃত হতে হবে। আবেদনকারীর ছবি: – তিন মাসের মধ্যে তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। – ছবি অবশ্যই রঙ্গিন হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। – ছবিতে আবেদনকারীর সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে। – ছবি ২৫মি.মি.×৩৫মি.মি. সাইজের হতে হবে। পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের পেজটির একটি ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে ভিজিট করতে পারেন- www.ica.gov.sg বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট Authorized Visa Agents in Dhaka Address Telephone Discovery Tours & Logistic Banani 9821820, 9863340, 9863341, 9863343 Innova Services Ltd Gulshan 8818618 ext 117, 122, 9892596, 8831932, 8831921 International Travel Corporation Gulshan 8821645, 8824445, 9885479-80 Lexus Tours & Travels Banglamotor 8613184, 8613126, 9632750-52 বিস্তারিত - http://punnobhumi.com/2015/02/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%AC/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ