john111

Call

কলেজ এ এডমিশন করানোর পরে কলেজ থেকে অফার লেটার দেয়। সেখানে কলেজের নাম কোর্স এর নাম সহ আর কিছু জিনিশ থাকে তো আপনি এজেন্ট এর কাছে থেকে এটা দেখে নিবেন। আপনি এজেন্ট এর সাথে একটা কন্ত্রাক্ট করে নিতে পারেন। যেখানে আপ্ননাদের ডিল এর বিস্তারিত লেখা থাকবে। এতে আপনি মুটামুটি রিস্ক ফ্রী থাকবেন। আপনাকে কোন কলেজের কথা বলেছে ? আমি নিজেও স্টুডেন্ট এবং ওখানে পরতে জাওয়ার জন্যে প্রছেস করতেসি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
antodas

Call
তিনবছর মালয়েশিয়াতে থেকে এবং কলেজে চাকুরীর সুবাধে বলতে পারি স্টুডেন্ট ভিসার জন্য চটকদার বিজ্ঞাপনে হুট্ করে রাজি হবেননা। প্রথমত নির্বাচন করুন কি বিষয় নিয়ে পড়তে চান ?দ্বিতীয়ত কলেজের ওয়েবসাইট চেক করে নিন সেখানে সেই সাবজেক্ট আছে কিনা। প্রয়োজনে কলেজে ডিরেক্টলি ফোন দিয়ে জেনে নিন টোটাল টিউশন ফি কত। মনে রাখবেন মালয়েশিয়ার কোনো কলেজেই এক সাথে সম্পূর্ণ টিউশন ফি নেয় না। আর কোনো দেশে যেতে হলে এজেন্টের দরকার পড়েনা। চেষ্টা করলে আপনি নিজেই আসতে পারেন এজেন্ট ছাড়া। এক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভবনা নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো কলেজের আন্ডারে ডিপ্লোমা নিয়ে পড়তে আসা ছাত্ররদের পার্টটাইম চাকুরীর কোনো নিয়ম নেই।পার্ট টাইম কাজে যদি আপনি ইমিগ্রেশন পুলিশের হাতে পড়লে অনেক হয়রানির শিকার হতে হয়।  
নিচের লিংকটা চেক করলে আরো অনেক কিছু জানতে পারবেন 
http://educationmalaysia.gov.my/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ