আমার ফেসবুক আইডিটা পেজে পরিবর্তন করতে চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

একটি ফেসবুক আইডি পেজে কনভার্ট করার আগে নিচের বিষয়গুলি মাথায় রাখবেন। আপনার আইডি তে যত ফ্রেন্ড থাকবে পেইজে রুপান্তরের পর তত লাইক থাকবে। ফলে সহজেই একটা পেজে অনেক লাইক পেলেন। কেননা নতুন একটা পেইজ খুলে লাইক পাওয়য়া সহজ নয়। তবে আপনার একাউন্টের সব ডাটা মুছে যেতে পারে যা পুনারায় আর ব্যাক করা সম্ভব না। ফেসবুক আইডি পেজে কনভার্ট করার আগে একটা কথা মনে রাখবেন, যে নামে পেজটি করবেন প্রোফাইলের নাম ঐ নামে করে রাখবেন কারন পেজে কনভার্ট করার সময় আপনার প্রোফাইল যে নামে থাকবে সেই নামেই পেজ এর নাম হবে, সেটি পরিবর্তন করতে পারবেন না। প্রোফাইল এর নাম পরিবর্তন করার সময় সাবধানতার সাথে করবেন কারন একবার নাম পরিবর্তন করলে ৬০ দিনের আগে আর পরিবর্তন করতে পারবেন না। তবে যদি প্রোফাইল এর ফ্রেন্ড সংখ্যা ২০০ এর কম থাকে তাহলে পেজে কনভার্ট করার পরেও পেজের নাম পরিবর্তন করতে পারবেন। এবার ফেসবুক আইডি পেজে কনভার্ট করতে নিচের ধাপগুলি অনুসরন করুন: ১. প্রথমে যে প্রোফাইল টি কনভার্ট করবেন সেটিতে লগিন করুন। ২. এখন ঐ প্রোফাইলে লগিন অবস্থায় নিচের লিঙ্কে যান: https://www.facebook.com/pages/create.php?migrate ৩. এরপর যে কোন একটা ক্যাটেগরি নির্বাচন করুন। ৪. এরপর এখানে একটা ক্যাটেগরি নির্বাচন করে Get Started বাটন এ ক্লিক করুন। ৫. এখন যেসব তথ্য চায় সেসব তথ্য দিন বাস কাজ শেষ। তথ্যসূত্র: http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/362451

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ