বি.দ্র: কোনো সার্জারি বাদ দিয়ে বলুন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তিল হওয়ার প্রাথমিক অবস্থাতে লবণ পানি লাগিয়ে রাখুন প্রতিদিন। দিনে দুই/একবার ১০ মিনিটের জন্য লাগিয়ে রাখবেন প্রতিদিন। উপরের উপায়গুলো সব ক্ষেত্রে কাজ করে না এবং এগুলো থেকে ফলাফল পেতে সময় লাগে। দ্রুত ও সুরক্ষিত ফলাফল পেতে হলে যা করতে পারেন- লেসার করে তিল অপসারণ। এটি হাল্কা ব্যথাযুক্ত পদ্ধতি। তিল যেখানে আছে তা পুড়িয়ে ফেলেও অপসারণ করা যায় আবার কেটে ফেলেও অপসারণ করা যায়। ভালো কোন লেসার সেন্টারে গিয়ে এটি করা উচিত। সাধারণত কেটে তিল ফেললে তা পুনরায় উঠে। তবে পুড়িয়ে তিল অপসারণ করলে তা উঠার সম্ভাবনা অনেক কমে যায়। অনেক ডাক্তারই লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে তিল এর বৃদ্ধিকে স্থির করে ফেলেন। এতে অনেকে উপকার পান, আবার অনেকে পান না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ