শেয়ার করুন বন্ধুর সাথে

Call

রাসায়নিক শক্তি সঞ্চিত দুই বা ততোধিক তাড়িত কোষ (cell) নিয়ে গঠিত যে ডিভাইস, তাকে বৈদ্যুতিক ব্যাটারি বলে। প্রতিটি কোষের একটি পজেটিভ টার্মিনাল বা ক্যাথোড এবং একটি নেগেটিভ টার্মিনাল বা ধনধ্রুব আছে।

একটি ল্যাপটপের ব্যাটারি সাধারনত ৬/৮/১২ কোষের হয়ে থাকে।

নিচের চিত্রে একটি ল্যাপটপের ব্যাটারির ভিতর কিভাবে কোষ থাকে, তা দেখানো হলো:

আপনি Battery Care নামের সফটওয়্যারটি ব্যাবহার করে দেখতে পারেন।

ডাউনলোড লিংক:
http://batterycare.net/files/SetupBatteryCare.exe

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ