Call

আগের মাসের বিল রেফারেন্স হিসেবে ধরে মিটার থেকে বর্তমান রিডিং নিবেন ।বরত্মান থেকে আগের মাসের ইউনিট বাদ দিবেন মানে বিয়োগ করবেন । (উদাহরনঃ পূর্ব মাসের ইউনিট ১০৪০ পর্যন্ত ব্যবহার করেছেন বর্তমানে আপনার মিটারে আছে ১১২৫ ইউনিট তাহলে ১০৪০-১১২৫=৮৫ ইউনিট )

এরপর উক্ত ইউনিটকে গুন করবেন উইনিট রেটের সাথে তাহলেই বেরিয়ে আসবে আপনার বিদ্যুৎ বিল ।

যেমনঃ আপনার ইউনিট যদি ৪.৮৫ টাকা হয় তাহলে আপনার বিল দারাবে ৪.৮৫*৮৫=৪১২.২৫ টাকা



Talk Doctor Online in Bissoy App
Call

গত মাসে টোটাল কত ইউনিট ছিলি দেখুন আর এই মাসে কত ইউনিট হয়েছে তা দেখে নিন এই মাসের ইউনিট থেকে গত মাসের ইউনিট বাদ দেন এখন দেখুন টোটাল কত ইউনিট হলো। এখন যে ইউনিট বের হলো তা সাথে পার ইউনিট মুল্য দ্বারা গুন করুন যা বের হবে তাই আপনার মাসিক বিল

Talk Doctor Online in Bissoy App

চলতি ইউনিট থেকে আগের মাসের ইউনিট বাদ দিলে ব্যলেন্স যা হবে সেই অংকটা নীচের লিংকের চার্ট অনুযায়ী হিসাব করে বের করতে হবে। চার্টে দেখবেন স্লাব আছে তাই প্রতিটা স্লাবের জন্য আলাদা বিল হবে। https://www.dpdc.org.bd/index.php/customer-service/tariff-rates

Talk Doctor Online in Bissoy App

যেভাবে বের করবেন বিস্তারিতঃ বাসাবাড়িতে বা কোন গ্রাহক যতটুক ইলেকট্রিক্যাল এনার্জি ব্যাবহার করে এনার্জি মিটার তা KWH (কিলো ওয়াট আওয়ার) এ পরিমাপ করে। 1 KWH = 1 unit. যার উপর ভিত্তি করে বিল আসে আর আমাদের পরিশোধ করতে হয়। মাসিক Electric Bill বের করতে হলে আমাদের জানতে হবে, i) লোডগুলোর (ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, কম্পিউটার, টিভি, আইরন...ইত্যাদি)watt । watt সাধারনত লোডের গায়েই লেখা থাকে। ii) লোডগুলো দিনে গড়ে কত সময় চলে। {সব বাদ দিলাম কিন্তু আমার মত কম্পিউটার পাগলাদের কম্পিউটার কত সময় চলে......... iii) বিভিন্ন ধরনের লোডগুলো কতটি করে আছে। iv) আপনার এলাকার পাওয়ার ডিসট্রিবিউটিং কোম্পানীর প্রতি ইউনিটের দাম (যা স্টেপভেদে আলাদা, যেমন ০-৭৫ ইউনিটের জন্য ৩.৩১/=, ৭৫-২০০, ২০০-৪০০ বা ৪০০-৭০০ প্রতি ইউনিটের দাম আলাদা), ডিমান্ড চার্জ, সারভিস চার্জ (যা আপনার বাসার পুরাতন ইলেকট্রিক বিলে আছে), ভ্যাট কত ℅। আর মাস ৩০ দিনে। এখন দেখা যাক... [AA* এর জায়গায় লাইট/ফ্যান বা অন্যান্য লোডের watt বসিয়ে দিন] AA* watt এর ৬ টি লাইটের লোড = AA* × ৬ × ঘন্টা = watt Hour AA* watt এর ৪ টি ফ্যানের লোড = AA* × ৪ × ঘন্টা = watt Hour AA* watt এর ২ টি কম্পিউটার লোড = AA* × ৬ × ঘন্টা = watt Hour AA* watt এর ১ টি আইরনের লোড = AA* × ৬ × ঘন্টা = watt Hour AA* watt এর ২ টি এসি লোড = AA* × ৬ × ঘন্টা = watt Hour মোট = watt Hour =(মোট watt Hour ÷ ১০০০ × ৩০দিন) ১ মাসে বাবহৃত Kilo Watt Hou = KWH [১ মাসে বাবহৃত KWH] = KWH [১ মাসে বাবহৃত KWH]× প্রতি ইউনিটের দাম = টাকা [ এটাই আপনার মাসিক নিট বিল] আর, ভ্যাট এর পরিমান হবেঃ আপনার মাসিক নিট বিল × ℅ ভ্যাট = মোট ভ্যাট ব্যাস, এখন শুধু আপনাকে : আপনার মাসিক নিট বিল + ডিমান্ড চার্জ + সারভিস চার্জ+ মোট ভ্যাট = Amount to be paid পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App