Custom rom কিভাবে port করে??
Share with your friends
5h40n

Call

সাধারণত এখন নতুন প্রায় সব চায়না এন্ড্রোয়েড এ mtk6582 চিপসেট ব্যবহৃত হয়। তাই এ।খানে mtk 6582 থেকে mtk 6582 রম পোর্ট কিভাবে করতে হয় তা দেখাবো। আপনারা খুব সহজে আপনার এন্ড্রোয়েড এর মাধ্যমে রম পোর্ট করতে পারবেন কম্পিউটার প্রয়োজন হবেনা। আপনার যা যা লাগবে। যেই রম টি পোর্ট করতে চান সেই রম। সেটি পাবার জন্য গুগল এ MTK6582 Custom rom লিকে search দিলের পেয়ে যাবেন। তারপর একটি ভালো ফাইলমেনেজার। es file explorer ইউজ করতে পারেন। যিপ এবং এক্সট্রাক্ট করার জন্য z archiver pro.apk হলে ভালো হয় zarchiver pro ডাউনলোড লিনক http://www.mediafire.com/?7nnjjlgn3ppdf1y এবার ডাউনলোড করা রম টি এক্সট্রাক্ট করুন। তারপর আপনার স্টক রম এর system/etc/firmware নামের ফল্ডার টি কপি করে। কাস্টম রমের system/etc ফোল্ডার এ রিপ্লেস করুন। এবার স্টক রম এর system/lib ফোল্ডার এর এই ফাইল গুলো কাস্টম রম এর system/lib ফোল্ডার এ রিপ্লেস করুন libaudio.primary.default.so libcamalgo.so libcamdrv.so libcameracustom.so libdpframework.so libMali.so libsensorservice.so libsync.so libvcodecdrv.so ফাইল রিপ্লেস চাইলে রিপ্লেস দিন স্কিপ দিবেন না। এবার স্টক boot.img কাস্টম রম এর boot.img এর সাথে রিপ্লেস করে কাস্টম রম এর ফোল্ডারের system,boot.img,meta-inf আর কোনো ফাইল বা ফোল্ডার থাকলে মাল্টি সিলেক্ট করে zip করুন। কাজ শেষ এবার রিকভারি মোড এ গিয়ে ফ্লাশ করুন। কিছু চিহ্নিত ডিভাইস = Symphony w69q, symphony v70, v80, walton premo ef2, ছাড়া mtk6582 আরো যে ডিভাইস আছে সেগুলোতে। সব কাজ নিজ দায়িত্বগ্রহণ করে করবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App