আমি, আমার symphony xplorer w67 এর জন্য samsung galaxy core 2 এর স্টক রোম ডাউনলোড করেছি, কিভাবে আমি, এটা ইনিষ্টল করব?
Share with your friends
TarikAziz

Call

Custom rom install করা খুব সেনসিটিভ ব্যাপার। সামান্যতম ভুলও আপনার ফোনের সফটওয়্যার অকেজো করে দিতে পারে। Custom Rom Install করতে প্রথমেই ফোনকে Clock Work Mode বা Recovery Mode এ নিয়ে যেতে হবে। সাধারণত Recovery Mode এ যাবার অনেক পন্থা রয়েছে। নিচের সবগুলো একে একে ফলো করে দেখবেন কোনটা আপনার ফোনের নিয়মঃ ফোন বন্ধ থাকা অবস্থায়, ১। ভলিয়াম + বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। ২। ভলিয়াম - বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। ৩। ভলিয়াম + বাটন এবং হোম বাটন একসাথে চেপে ধরুন। ৪। ভলিয়াম - বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন। ৫। ভলিয়াম + বাটন, পাওয়ার বাটন এবং হোম বাটন একসাথে চেপে ধরুন। ৬। ভলিয়াম + বাটন, পাওয়ার বাটন এবং হোম বাটন একসাথে চেপে ধরুন। এবার Recovery Mode থেকে। Wipe data factory > yes Wipe delvik cache > yes Wipe Battery states > yes এবার Install Zip এ ঢুকে আপনার Custom Rom এর zip ফাইলটি ক্লিক করুন। ইন্সটল শুরু হবে। কয়েক মিনিট লাগতে পারে। এর restart দিন। কাজ শেষ। বিঃদ্রঃ Custom Rom আপনার Warranty বাতিল করে দিবে। অনভিজ্ঞ হলে এটা না করাই শ্রেয়।

Talk Doctor Online in Bissoy App