Samsung galaxy s3 এর জন্য custom rom ডাউনলোড করেছি।ইনস্টল কিভাবে করব আমার পিসি নাই???
Share with your friends

রম ইনিষ্টেল করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে হবে,,কারন এটা জন্য #অডিন নামক সফটওয়ারটি ব্যবহার করা হয়, আর সফ্টওয়ারটি শুধু মাত্র কম্পিউটের জন্য,,,

Talk Doctor Online in Bissoy App

Call

আপনার ফোনে কাস্টম রিকভারি থাকতে হবে। সবচেয়ে পপুলার এবং প্রয়োজনীয় দুটি কাস্টম রিকাভারির নাম হল CWM বা ClockworkMOd Recovery এবং TWRP বা TeamWIn Recovery project.  স্মার্টফোনের রিকভারিতে কাস্টম রম জিপ ফ্ল্যাশ, ফ্যাক্টরি রিসেট, Cache partition এবং Dalvik Cache ক্লিয়ার এবং ব্যাকআপ এবং রি-স্টোর আরও অনেক অপশন থাকে। cwm থাকলে আপনি  custom rom দিতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App