আপনারা বেশ কয়েকজন মিলে ঐ আইডিতে রিপোর্ট দিন। এজন্য প্রথমে তার প্রোফাইলে যান তারপরঃ Report>>report this account>>this is a fake account>>>>It was created to bully or harass me >>See what you can do about something that Sheikh Md Jahidul posted>>Continue এই ধাপে এগিয়ে যান। অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ ঐ আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি ব্লক করে দেন তাহলে তো আপনি ওই আইডি আর দেখতে পারবেন না । তবে আপনি ফেসবুক এর নিকট রিপোর্ট করতে পারেন । বেশী রিপোর্ট পড়লে ফেসবুক তা বন্ধ করতে বাধ্য । স্পাম এর রিপোর্ট করতে পারেন । ফেসবুক এটা গুরুত্ব দেয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সবচেয়ে বেশী ভালো হয় যদি হ্যাক করতে পারেন। এর বেনিফিট আপনার বন্ধুু এভাবে পাবেন যে, সে আপনার বন্ধুর নাম ও ছবির অপব্যবহার করে যে অবৈধ ফায়দা হাসিল করছে এবং বিভিন্ন সমস্যা তৈরী করছে সেটা আপনার বন্ধুু তুলে ধরে নিজে নিজের মত করে সমস্যার সমাধান করতে পারবেন। ব্যাখ্যা করতে পারবেন। উপযুক্ত কারণ দর্শিয়ে জবাব দিতে পারবেন। উপযুক্ত মনে করলে আপনার বন্ধুু পরবর্তীতে নিজে সে আইডিটা ব্যবহার করতে পারবেন। এরপর প্রয়োজন হলে চিরদিনের জন্য আইডিটা নষ্ট করে দিতে পারবেন। যদি সেটা না পারেন অর্থ্যাৎ হ্যাকিং সিস্টেম জানা না থাকে তবে আপনার বন্ধুর জন্য পরামর্শ একটাই---- সেই আইডির বিরুদ্ধে রিপোর্ট করুন। বেশী করে রিপোর্ট করুন। আপনি, আপনার অন্যান্য বন্ধুদের দিয়ে বেশী করে রিপোর্ট করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ