খুব সহজে কিভাবে ফটো ভেরিফিকেশন আইডি খুলতে পারব ? প্লিজ কেউ বলুন ।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার ফেসবুকে আইডির ফটো ভেরিফাই হয়ে ঠিক করতে একটা সহজ টিপস দেওয়া হলো- প্রয়োজনীয় উপকরণঃ ১। একটি সাদা খাতা ২। একটি কলম, যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। ধরুন ধানের ক্ষেতে পাখির একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন "ধানের ক্ষেতে পাখি'' এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন । কোনটাতে ওকে দিবেন না । কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন। এভাবে চেষ্টা করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে । এবার মিলিয়ে দেখুন । প্রথমবার "ধানের ক্ষেতে পাখি"র নিচে যে নামগুলা ছিলো পরেরবারের গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি । (প্রয়োজনে তৃতীয়বার খাতায় লেখুন) এভাবে চেষ্টা করলে ফটো ভেরিফাই আইডি আবার ঠিক হয়ে যায়। চেষ্টা করুন। ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
H.M.Nuralom

Call

আপনি নিম্মের নিয়মটা অনুসরন করেন:- *প্রথমে uc ব্রাউজার এর network setting এ যান তারপর proxy server এ যান এখন প্রথম বক্স এ নিচের থেকে যেকোনো একটা আইপি বসান 54.65.116.231 3128 219.94.240.146 8080 219.163.84.250 8080 153.120.6.35 8090 210.146.67.50 80 160.16.74.78 8080 219.122.175.16 8080 49.212.25.175 8080 211.5.109.166 8080 এখন ২য় বক্স এ m.facebook.com লিখুন আর সেভ দিয়ে বের হন এখন ফেসবুক লগিন করেন মানে যেটা ফটো ভেরিফাই হয়েছে লগিন করার পর দেখবেন birth date time চাচ্ছে যা যা দিতে বলে দেন আর দেখেন ফটো ভেরিফাই হয়ে গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ