মুদ্রা প্রথম কীভাবে চালু হয়েছিল?
শেয়ার করুন বন্ধুর সাথে
Kaisarrand1

Call

মানব জাতির শুরুতে বিনিময় প্রথা চালু ছিল। বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে এই বিনিময় হয়ে থাকত। এরপরে আনুমানিক ৭০০ খৃষ্টপূর্বাব্দে লিডিয়ার (বর্তমান তুর্কিতে) রাজা গাইজেস ইলেস্ট্রাম নামে এক মিশ্রধাতুর টাকা পয়সার প্রচলন করেন বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য। এই মিশ্রধাতুর টাকার শতকরা ৭৫ ভাগ হত সোনা আর ২৫ ভাগ রুপা। এগুলো দেখতে ছিল বরবটির মত। একসময় গ্রিকরা এর সন্ধান পেয়ে নিজেদের দেশেও ব্যবহার শুরু করে। এরপর পৃথিবীর বহু দেশেই এই মুদ্রামান প্রচলিত হতে থাকে। অনেক পরে অবশ্য সোনা রুপার সাথে তামার পয়সার কড়ি চালু হয়। মুদ্রা চালুর ফলে বহন সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেয় যার ফলে কাগজের নোট চালু হয়। আনুমানিক ১১৯ খৃষ্টপূর্বাব্দে প্রথম চীনদেশেই কাগজের মুদ্রার প্রচলন শুরু হয়। এ সময়ে একটি কেন্দ্রীয় ব্যাংক থেকে গ্যারান্টি দিয়ে এই নোট বাজারে ছাড়া হত। বলা হত নোটের অঙ্ক অনুযায়ী নগদ টাকা বাহককে দেয়া হবে। বর্তমানকালে স্টকহোমের ব্যাংক অব সুইডেন প্রথম নোট চালু করে ১৬৬১ সালের জুলাই মাসে। পরে টাকা পয়সার সাথে চেকও চলে ফলে মুদ্রা বিনিময়ে অনেক সুবিধা হয়। ভারতবর্ষে শেরশাহ সুরীর রাজত্বকালে প্রথম নোট ছাপানো হয়। এভাবে ধীরে ধীরে টাকা পয়সার প্রচলন শুরু হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ