Share with your friends
Call

কোন প্রোগাম/সফটওয়্যার ইনষ্টল করলে তা কন্ট্রোল প্যানেলের এ্যাড/রিমুভ প্রোগ্রামে দেখা যায়, যেখান থেকে সেই সফটওয়্যার/প্রোগ্রামটি আনইনষ্টল করা যায়। আর সহজে বোঝা যায়, সিস্টেমে কোন কোন প্রোগ্রাম ইনষ্টল করা আছে। কিন্তু আপনি চাইলে এ্যাড/রিমুভ প্রোগ্রাম থেকে ইচ্ছামত কিছু প্রোগ্রাম লুকিয়ে ফেলতে পারেন। এজন্য রেজিষ্ট্রি এডিটর (Run এ গিয়ে regedit লিখে এন্টার করে) খুলে HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Uninstall এ যান। এবার যে প্রোগ্রামটি লুকিয়ে রাখতে চান সেটি নির্বাচন করে ডানের DisplayName এ দুইবার ক্লিক করে প্রোগ্রামটির নাম (ক্যাপশন) মুছে ফেলুন। তবে অনেক সময় এখানে কিছু কিছু প্রোগ্রামের নাম দেখা যায় না। তখন উপরের কোড নির্বাচন করে ডানের DisplayName নাম দেখে বুঝে নিন এবং DisplayName এর ক্যাপশন মুছে দিন। তাহলে সেটি আর এ্যাড রিমুভে তা দেখা যাবে না। আপনি চাইলে DisplayName এর ক্যাপশন মুছে অন্য নাম লিখে দিলে এ্যাড রিমুভে নতুন নাম দেখাবে।

Talk Doctor Online in Bissoy App