Anonymous

Call

আপনাকে একটি record label-এ নাম লিখাতে হবে, অর্থাৎ কোন একটি record label-এর সাথে চুক্তি করতে হবে একটি নির্দিষ্ট সময়ের জন্য। আপনি যদি বাংলাদেশে বাস করেন, তবে নানা label আছে, যেমন G-Series, Ektaar Music Ltd., Qinetic Music, Gaanchill Music ইত্যাদি। এজন্য আপনি কোন একটি record label-এর office-এ যোগাযোগ করে কথা বলতে পারেন। Record করা গান থাকলে তা শোনাতে পারেন বা audition দিতে পারেন। যদি তাঁরা পছন্দ করেন, তবে চুক্তি হতে পারে আপনার সাথে। তারপর থেকে আপনার গান record, বিপণন ও বিক্রির দায়িত্ব তাঁদের। তবে record label-গুলো সাধারণত গানের স্বত্ব কিনে নেয় এবং গান বিক্রি হলে লাভের অংশ পায়। এছাড়া অন্যান্য শর্ত আছে, যা অবশ্যই চুক্তিপত্রে উল্লেখ থাকবে।

এবার আসা যাক গোপনীয়তা রক্ষার প্রসঙ্গে। আপনি যদি গায়ক হিসেবে কাজ করতে চান, তখন গানটির গোপনীয়তা রাখা হবে না। গানটি থেকে company চাইবে যতটুকু সম্ভব মুনাফা অর্জন করতে; গোপনীয়তার প্রশ্নই আসে না! তবে আপনার পরিচয় সম্পর্কে কিছু গোপনীয়তা রাখা সম্ভব। আপনি সেক্ষেত্রে নিজের নাম প্রকাশ না করে stage name বা নকল নাম ব্যবহার করতে পারেন বা চেহারা গোপন রাখতে পারেন। অথবা background singer হিসেবে গাইতে পারেন। তবে আপনার শর্তগুলো চুক্তিপত্রে উল্লেখ করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ