কথা বলতে গেলে কথা আটকে কিভাবে ঠিক করবো ?উপায় লিখুন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি তারাহুরো ভাবে কথা বলা থেকে প্রথমে বিরত থাকুন।  যা বলবেন ধীরে ধীরে বলুন। প্রতিটা শব্দ সঠিক ভাবে উচ্চারণ করবেন।  যখনি আটকে যাবেন তখন থেমে গিয়ে আবার শুরু করুন। কথা বলার সময় এ্যা.... ইম্ম.... ইত্যাদি এ সমস্ত শব্দ চলে আসে।  আসার আগেই থেমে যাবেন।  এভাবে  চেষ্টা করে যান আশা করা যায় ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ