২০শতাংশ জমি থেকে ৫ শতাংশ আলাদাভাবে কিভাবে বের করতে হয়? নিয়মটা একটু জানাবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

২০ শতাংশ জমি হচ্ছে ২০×৪৩৫.৬=৮৭১২ বর্গফুট।


৮৭১২ বর্গফুট জমি থেকে ৫ শতাংশ জমি আলাদা করতে হবে।


৫ শতাংশ জমি=৫×৪৩৫.৬=২১৭৮ বর্গফুট।


অতএব, ৮৭১২ বর্গফুট জমি থেকে ২১৭৮ বর্গফুট জমি আলাদা করে নিন। 


যদি এই ৫ শতাংশ জমিকে বর্গাকারে আলাদা করতে চান তবে,

২১৭৮ কে রুট(root) করুন।

২১৭৮ কে রুট করলে হবে, ✓(২১৭৮)=৪৬.৬৬৯ ফুট।

অতএব,

আপনার জমির সাইজ হবে দৈর্ঘ্যে ৪৬.৬৬৯ ফুট এবং প্রস্থ্যে ৪৬.৬৬৯ ফুট।


আর যদি জমিকে অায়তকারে আলাদা করতে চান তবে, 

 একটি নির্দিষ্ট মাপ নিয়ে ঐ মাপ দ্বারা ২১৭৮ কে ভগ করুন।

তবে  জমির দৈর্ঘ্য এবং প্রস্থ্য পাবেন।


ধরি জমিটির দৈর্ঘ্য নিয়েছেন ৫৫ ফুট তবে জমিটির প্রস্থ্য  পাবেন ২১৭৮÷৫৫=৩৯.৬ ফুট।


এখন হিসাব করে দেখুন ৫৫ এবং ৩৯.৬ এর গুণফল দাঁড়ায় ২১৭৮ বর্গফুট, যা ৫ শতাংশ জমি।



প্রয়োজনে মন্তব্য করতে পারেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ