Rahinislam

Call

আপনি সরকারি কনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে পারেন।যেমন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আবার টিটিসি থেকে এই সব জাগাতে কাজ শিখতে বেশি টাকা লাগে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই পিক টা দেখুন। এখান থেকে সরকারি ফ্রি প্রশিক্ষণ নিতে পারেন কোন টাকা পয়সা ছাড়া। সার্টিফিকেট ও পাবেন কাজের ব্যবস্থা ও করে দিবে তারা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার একাডেমীক ব্যাকগ্রাউন্ড জানালে ভালো হতো। যেহেতু বলেন নি তাই উত্তরটা দেয়া মুস্কিল। আপনি এলাকার বাচ্চাদের (১-৫ম শ্রেণী) প্রাইভেট পড়াতে পারেন। সাবজেক্ট/এলাকা এবং আপনার পড়ানোর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতি টিউসান ১০০০ থেকে ৪০০০ পেতে পারেন। এইটা খুব ভালো বিজনেস আর অনায়াসেই এই প্রোফেশানে জীবিকা নির্বাহ করা যায়। আপনি মাসে ৩-৪ টা টিউশানি পড়ালে প্রতি মাসে কম করে ১০-২০ হাজার টাকা পাবেন। যদি স্টুডেন্ট ভালো হন এবং স্নাতক পড়ছেন বা পড়া সেশ করে থাকেন তাইলে হাইস্কুল আর কলেজের স্টুডেন্ট সাবজেক্ট ভিত্তিতে পরিয়ে আরো অনেক অ্যায় করতে পারেন। এই ক্ষেত্রে আয়ের মাত্রা আপনার ওপর ভিত্তি করে। আপনি কি সাবজেক্ট এ পাশ, কোথার থেকে পাশ ইত্যাদি এর ওপর ভিত্তি করে অভিভাবকেরা টাকার ব্যাপার টা বিবেচনা করে। যেমনঃ বুয়েটে পড়া ১ম বর্ষের স্টুডেন্ট একটা ৯-১০ এর স্টুডেন্টকে সাইন্সে আর অংকে ৩-৫ সাবজেক্ট পড়ালে সে পায় ১০-১২ হাজার টাকা প্রত্যেক স্টুডেন্ট এর থেকে। আবার একই কাজ একজন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করা মানুষ করলে সে কিনা পায় ৪-৭ হাজার টাকা।       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ